• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

সিএমএসএমই ঋণ বিতরণ পদ্ধতিতে পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:২৪, ১৮ মার্চ ২০২৩

ফন্ট সাইজ
সিএমএসএমই ঋণ বিতরণ পদ্ধতিতে পরিবর্তন

সিএমএসএমই খাতে ঋণ বিতরণের বার্ষিক লক্ষ্যমাত্রা নির্ধারণ পদ্ধতিতে সামান্য পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। আগামী বছর থেকে একটি ব্যাংকের মোট ঋণের ২৫ শতাংশ কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতে বিতরণ করতে হবে।

আগের নির্দেশনায় নিট ঋণের ২৫ শতাংশ বিতরণের কথা বলা হয়। বৃহস্পতিবার (১৬ মার্চ)  এ-সংক্রান্ত নির্দেশনা ব্যাংকগুলোতে পাঠানো হয়। বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন প্রতিবেদনের সঙ্গে সামঞ্জস্যতা আনতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। 

কেন্দ্রীয় ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, হিসাবায়ন পদ্ধতিতে পরিবর্তনে ঋণ বিতরণের পরিমাণে তেমন কোনো হেরফের হবে না।

সার্কুলারে বলা হয়, ২০২৪ সালে মোট ঋণ ও অগ্রিমের ২৫ শতাংশের মধ্যে ৫০ শতাংশ দিতে হবে সিএমএসএমই খাতে। নারী উদ্যোগে দিতে হবে অন্তত ১৫ শতাংশ। আর সিএমএসএমইর উৎপাদনশীল শিল্পে অন্তত ৪০ শতাংশ, সেবায় ২৫ শতাংশ, বাকি ৩৫ শতাংশ ব্যবসা উপখাতে বিতরণ করতে হবে।
 

বিভি/এইচএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2