আজ দেখবো ২৫ মার্চ গণহত্যা নিয়ে তারা কী বলে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানকে সমর্থন করেছিল সেই (মার্কিন যুক্তরাষ্ট্র) রাষ্ট্র আমরা না চাইলেও বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলে। আজ দেখব তারা ২৫ মার্চ নিয়ে কী বলে। তারা এখন গণতন্ত্র, শান্তি প্রতিষ্ঠার কথা বলে। কিন্তু আমাদের গণহত্যার স্বীকৃতি না দিলে শান্তি প্রতিষ্ঠা ব্যহত হবে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুকে ৭৫ সালে হত্যার পর প্রো-পাকিস্তানিরা ক্ষমতায় আসে এবং পাকিস্তানের বন্ধু রাষ্ট্রের একটা বড় বাধা ছিল গণহত্যার স্বীকৃতি আদায়ে। তবে আওয়ামী লীগ ক্ষমতায় আসারপর গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে।
বন্ধু প্রতিম রাষ্ট্র হিসেবে সেসব দেশের প্রতি আহ্বান তারা যেন ২৫ মার্চের হত্যাযজ্ঞকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দেয়।
বিভি/এইচএস
মন্তব্য করুন: