• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বঙ্গবাজারে আগুন

ঈদ উপলক্ষে মজুত করা হয় বিপুল পরিমাণ কাপড়, ব্যবসায়ীদের আহাজারি

প্রকাশিত: ০৯:২২, ৪ এপ্রিল ২০২৩

আপডেট: ১০:১২, ৪ এপ্রিল ২০২৩

ফন্ট সাইজ
ঈদ উপলক্ষে মজুত করা হয় বিপুল পরিমাণ কাপড়, ব্যবসায়ীদের আহাজারি

রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট। মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটের দিকে বঙ্গবাজারের এনেক্স মার্কেটের পাশের বঙ্গকমপ্লেক্স একসঙ্গে যুক্ত তিনটি মার্কেট বা টিনশেড মার্কেটটিতে এই অগ্নিকাণ্ড ঘটে।

আগুনে পুড়ে গেছে মার্কেটটির বেশিরভাগ দোকান। আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে সব দোকানেই বিপুল পরিমাণ কাপড় মজুত করে রাখা হয়েছিল। আগুন পুরো মার্কেট ছড়িয়ে পড়েছে সব পুড়ে ছাই হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এতে তারা পথে বসার শঙ্কা করছেন।

বঙ্গবাজার মার্কেটটি কাপড়ের হওয়ায় আগুনের তীব্রতা প্রতিক্ষণে বেড়েই চলছে। মার্কেট লাগোয়া দক্ষিণ পাশে ফায়ার সার্ভিসের হেড কোয়ার্টার ও পূর্ব পাশে পুলিশ হেডকোয়ার্টার। তাই শুরু থেকেই পুলিশের সহযোগিতায় দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। পাশাপাশি ঢাকার অন্য সাব স্টেশনগুলোও ক্রমাগত যোগ দিচ্ছে আগুন নিয়ন্ত্রণে আনতে। ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে এখন পর্যন্ত ৫০ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

এদিকে মার্কেটে আগুন লাগার খবরে দেশের বৃহৎ কাপড়ের মার্কেটের ব্যবসায়ীরা ছুটে এসেছেন। যার মতো দোকান থেকে যতটুকু সম্ভব কাপড় বের করা যায় সে চেষ্টা করছে। তবে আগুনের তীব্রতার কারণে আশপাশে যাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন অনেক দোকান মালিক।

তারা আরও জানান, ঈদ উপলক্ষে বিপুর পরিমাণ মালামালের মজুত করা হয়েছিল। দিনে দিনে ক্রেতা বাড়ছিল। কিন্তু আগুনে সবশেষ হয়ে গেলে তাদের পথে বসা ছাড়া উপায় থাকবে না।

প্রাথমিকভাবে জানা গেছে, বঙ্গবাজার মার্কেটের দোতলা থেকে আগুনের সূত্রপাত। ব্যবসায়ীরা বলছেন, ঈদের আগে এ ধরনের দুর্ঘটনা তাদের পথে নামিয়ে দিয়েছে। মাত্রই ঈদের বাজার শুরু হয়েছিল। ঠিক সেই মুহূর্তে এ ধরনের আগুন ব্যবসায়ীদের বড় ধরনের ক্ষতি হয়ে গেল।

ব্যবসায়ীরা জানিয়েছেন, সারা বছর অপেক্ষা করে থাকে এই ঈদ মৌসুমে ব্যবসা করবে বলে। কিন্তু আগুন সব শেষ করে দিল। মার্কেটে মোট ৫ হাজার দোকান রয়েছে।

এদিকে আগুন ছড়িয়ে পড়ার জন্য ব্যবসায়ীরা ফায়ার সার্ভিসের গাফেলতি রয়েছে বলে অভিযোগ করেন। 

বিভি/এইচএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2