• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ 

প্রকাশিত: ১১:৪৯, ১ মে ২০২৩

ফন্ট সাইজ
হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ 

মহান মে দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। এছাড়া বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রমও বন্ধ রাখা হয়েছে। তবে সীমান্তের চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক রয়েছে।

সোমবার (১ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহারব হোসেন প্রতাব মল্লিক।

সোহরব হোসেন জানান, আজ (সোমবার) মহান মে দিবস। এই দিবসটি উপলক্ষে ভারত থেকে এই স্থল বন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। পাশাপাশি বন্ধ রয়েছে বন্দর অভ্যন্তরীণ সব কার্যক্রম। আগামীকাল মঙ্গলবার (২ মে) সকাল থেকে যথারীতি বন্দরের কার্যক্রম স্বাভাবিক হবে।

হিলি ইমিগ্রেশন ওসি শেখ আশরাফুল জানান, বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও এই চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্ট ধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। 

বিভি/এইচএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2