• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

কৃষি ব্যাংকের সার্ভার হ্যাক, ক্ষতি হয়নি দাবি কর্তৃপক্ষের! 

প্রকাশিত: ২২:৩৯, ২৫ জুন ২০২৩

আপডেট: ২২:৪৬, ২৫ জুন ২০২৩

ফন্ট সাইজ
কৃষি ব্যাংকের সার্ভার হ্যাক,  ক্ষতি হয়নি দাবি কর্তৃপক্ষের! 

চারদিন হ্যাকারদের নিয়ন্ত্রণে থাকার পর অবশেষে বাংলাদেশ কৃষি ব্যাংকের সার্ভার উদ্ধার হয়েছে। হ্যাকারের নিয়ন্ত্রণে থাকার পর রবিবার এ  কথা স্বীকার করেছেন ব্যাংকটির ব্যাবস্থাপনা পরিচালক শওকত আলী খান। তবে কোন ডকুমেন্ট খোয়া যায়নি বলে দাবি করেন তিনি।

রবিবার ২৫ জুন সন্ধ্যায় শওকত আলী খান বলেন, ‘দুষ্টু লোকেরা আমাদের সার্ভারের নিয়ন্ত্রণ নিয়েছিল। কিন্তু কোন ক্ষতি করতে পারেনি। আমাদের সব ডকুমেন্ট অক্ষত আছে। ইতোমধ্যে আমরা পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়েছি। হ্যাকিংয়ের ফলে সারা দেশে কাজের কিছুটা সমস্যা হয়েছে। পর্যায়ক্রমে সব ঠিক হয়ে যাচ্ছে।’ কারা হ্যাক করেছে জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে তদন্ত হবে; তখন বুঝা যাবে কে কিভাবে এটি করল।’

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র জাকির হোসেন চৌধুরী বাংলাভিশনকে বলেন, ‘সার্ভার ডাউন হয়েছে শুনেছি। এখন অনেকটা ঠিক হয়েছে। তবে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে কোন সমস্যা হয়নি। তাদের নিজস্ব সার্ভার ডাউন হয়েছে।’

জানা গেছে, বৃহস্পতিবার সকাল থেকেই কৃষি ব্যাংকের সার্ভার কাজ করছিল না। সারা দেশের ব্রাঞ্চ ম্যানেজারদের এক অভ্যন্তরীন বার্তায় জানানো হয়, হঠাৎ সার্ভার ডাউন হয়ে যাওয়ায় সমস্যা হচ্ছে। শিগগিরই ঠিক হয়ে যাবে। কিন্তু সারাদিন অপেক্ষা করেও সার্ভার কাজ না করায় সেবা পাননি গ্রাহকরা।

নাম প্রকাশ না করে কৃষি ব্যাংকের একজন ব্রাঞ্চ ম্যানেজার বলেন, ‘বৃহস্পতিবার থেকেই সার্ভার কাজ করছে না। আমাদের জানানো হয়েছে, শিগগিরিই ঠিক হবে। কিন্তু রোববারও পুরোপুরি ঠিক হয়নি। একটি সার্ভার দিয়ে সব কাজ কোনমতে চালিয়ে নিচ্ছি।’

ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বৃহস্পতিবার সার্ভার হ্যাক হওয়ার পর থেকেই উদ্ধারের জন্য চেষ্টা শুরু করে ব্যাংকের নিজস্ব সাইবার টিম। কিন্তু তিনদিন চেষ্টা করেও শনিবার পর্যন্ত পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পরবর্তিতে বিশেষায়িত সাইবার টিমের সহায়তায় রোবরার সকালে নিয়ন্ত্রণে আসে।

তিনি জানান, ‘বিকল্প উপায়ে রান করার চেষ্টা চলছে তাই সবগুলো সার্ভার একযোগে কাজ করছে না।’ কোন ডকুমেন্ট নষ্ট হয়েছে কি-না জানতে চাইলে এ কর্মকর্তা জানান কিছু ডকুমেন্ট বেহাত হওয়ার সম্ভাবনা রয়েছে, তা এখনো নিশ্চিত নয় ।

ব্যাংকের অন্য একটি সূত্র বলছে, হ্যাকারদের সাথে সমঝোতার ভিত্তিতেই সার্ভারের নিয়ন্ত্রণ নেয়া হচ্ছে। হ্যাকার গ্রুপ একযোগে ফেরত না দিয়ে ধীরে ধীরে দিচ্ছে। বিষয়টি তাদের দাবিকৃত অর্থের সাথে সংশ্লিষ্ট হতে পারে।

এর আগে ২০২১ সালে কৃষি ব্যাংকের ওয়েভসাইট হ্যাক হয়। ওই বছরের ১৫ ডিসেম্বর ‘আইয়েলদাজ টার্কিশ সাইবার আর্মি’ নামে একটি গ্রুপ ওয়েবসাইটটি হ্যাক করে। তখন ব্যাংককে সতর্ক করে একটি বার্তা দিয়েছিল হ্যাকাররা। ওই বার্তায় বলা হয় ‘সাইট নিরাপত্তা দুর্বলতা বন্ধ করুন, অন্যথায় দূষিত হ্যাকাররা আপনার ব্যক্তিগত তথ্য চুরি করতে পারে।’ পিডিএফ ফাইলে বার্তাটি বসিয়ে দিয়ে তার নিচে তুরস্কের একটি পতাকাও দিয়েছিল হ্যাকাররা।

বিভি/এইচএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2