চবির দুই হলে তল্লাশি, ৫ বহিরাগতকে আটক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুটি আবাসিক হলে অভিযান চালিয়ে বেশকিছু লাঠিসোঁটা, স্টাম্প ও কয়েকটা রামদাসহ পাঁচজন বহিরাগতকে আটক করেছে প্রশাসন।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী চলে এ অভিযান।
এর আগে বৃহস্পতিবার ও শুক্রবার দুই দফা সংঘর্ষে জড়ায় শাটল ট্রেনের বগিভিত্তিক ছাত্রলীগের দুটি গ্রুপ সিএফসি ও সিক্সটি নাইনের কর্মীরা। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়।
বারবার সংঘর্ষের পর শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শাহ জালাল ও শাহ আমানত হলে তল্লাশি অভিযান চালায় পুলিশ। শাহ আমানত হলে শাখা ছাত্রলীগের সহসভাপতি সাদাফ খানের গ্রুপ সিএফসি এবং শাহ জালাল হলে সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুর অনুসারী সিক্সটি নাইন গ্রুপের আধিপত্য রয়েছে।
বিভি/টিটি
মন্তব্য করুন: