• NEWS PORTAL

  • রবিবার, ২০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বুটেক্স শিক্ষার্থীদের মার্চ ফর গাজা কর্মসূচি পালন

প্রকাশিত: ২১:৩৩, ১২ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
বুটেক্স শিক্ষার্থীদের মার্চ ফর গাজা কর্মসূচি পালন

গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি। শনিবার (১২ এপ্রিল) বিকেল ৩টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে আয়োজিত এই সমাবেশে যোগদান করতে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) শিক্ষার্থীরা বেলা ১২টার দিকে বুটেক্স থেকে যাত্রা শুরু করে।  

এসময় বিভিন্ন প্ল্যাকার্ড, বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা নিয়ে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের উদ্দেশে সামনে অগ্রসর হতে থাকে মিছিলটি। শিক্ষার্থীরা সাত রাস্তা, মগবাজার ও কাকরাইল মোড় হয়ে মূল সমাবেশে প্রবেশ করে। এক পর্যায়ে বুটেক্স শিক্ষার্থীদের সাথে মিছিল নিয়ে যোগ দেয় সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার মানুষ ও বিভিন্ন সংগঠন।

সমাবেশে যোগ দেওয়া বুটেক্সের এক শিক্ষার্থী বলেন, আজকে মার্চ ফর গাজাকে সফল করতে ও ফিলিস্তিনে আমাদের ভাই-বোনদের সাথে একাত্বতা জানাতে আমরা বুটেক্সের সাধারণ শিক্ষার্থীরা মিছিল নিয়ে সমাবেশে যোগ দান করতে বের হয়েছি।

উল্লেখ্য, এর আগে 'প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ' নামে একটি প্ল্যাটফর্মের উদ্যোগে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে গাজার মুসলিমদের সাথে একাত্বতা জানাতে এক মহাসমাবেশের ডাক দেওয়া হয়। বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে সমাবেশে যোগ দিতে আসা লাখো মানুষের জমায়েত হয় সোহরাওয়ার্দী উদ্যান ও তার আশেপাশের এলাকায়।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2