• NEWS PORTAL

  • রবিবার, ২০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো বৈশাখী মেলা

প্রকাশিত: ২৩:০৬, ১২ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো বৈশাখী মেলা

ছবি: সংগৃহীত

আসন্ন পহেলা বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ উপলক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) চারুকলা অনুষদে নববর্ষ উদযাপন ঘিরে ব্যাপক প্রস্তুতি চলছে। এবার প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে বৈশাখী মেলা, বর্ণাঢ্য শোভাযাত্রার পাশাপাশি যা বাড়তি মাত্রা যোগ করবে উৎসবে।

‘বিপ্লবের সিড়ি বেয়ে আসুক নেমে আলো, নববর্ষে মুক্ত জীবন থাকুক আরো ভালো’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাজানো হচ্ছে এবারের আয়োজন।

শনিবার (১২ এপ্রিল) চারুকলা অনুষদে গিয়ে দেখা গেছে, গরুর গাড়ি, পাখি, পশু ও ফুলের প্রতিকৃতি তৈরিতে শিক্ষার্থীরা ব্যস্ত সময় কাটাচ্ছেন। এবারের শোভাযাত্রার মূল থিম হিসেবে বেছে নেওয়া হয়েছে বাংলার ঐতিহ্যবাহী গ্রামীণ সংস্কৃতি।

চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ইমাম হোসাইন গণমাধ্যমকে বলেন, আমরা আমাদের বর্ষবরণের প্রস্তুতির প্রায় শেষ পর্যায়ে রয়েছি। আশা করছি সব প্রস্তুতি সম্পন্ন হবে ১৪ তারিখের আগেই।

থিম নির্বাচনের পেছনের ভাবনা প্রসঙ্গে তিনি বলেন, বর্ষবরণ মূলত বাংলার গ্রামীণ সংস্কৃতির অংশ। তাই এবারের আয়োজনে আমরা গ্রামীণ সংস্কৃতি ও অর্থনীতিকে থিম হিসেবে বেছে নিয়েছি, যেন নতুন প্রজন্ম দেশের শেকড়ের সঙ্গে নিজেদের আরও গভীরভাবে যুক্ত করতে পারে। চারুকলা অনুষদের এবারের উদ্যোগ শুধু নববর্ষ উদযাপন নয়, বরং এটি বাংলার ঐতিহ্য, সংস্কৃতি ও অর্থনীতিকে তুলে ধরার এক অনন্য সাংস্কৃতিক প্রয়াস হিসেবেই বিবেচিত হচ্ছে।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2