কুয়েটের ৩৭ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাখ্যান করে ভিসির পদত্যাগ দাবি
ছবি: সংগৃহীত
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-কুয়েট এ সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে ভিসির পদত্যাগের এক দফা দাবি তাদের। ছয়টি আবাসিক হলের তালা ভেঙে আন্দোলনরতরা হলে ঢুকেছে। নতুন ভিসি নিয়োগ করে তার নেতৃত্বে স্বাধীন তদন্ত কমিটি গঠনের দাবি তাদের।
কুয়েট শিক্ষার্থীদের চলমান আন্দোলন তৃতীয় দিনে গড়িয়েছে। দুই রাত প্রশাসনিক ভবনের সামনে কাটানোর পর মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ৬টি হলে প্রবেশ করে তারা।
এর আগে সোমবার রাতে সিন্ডিকেট সভায় ফেব্রুয়ারিতে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষে দেড় শতাধিক আহত হওয়ার ঘটনায় গঠিত কমিটির তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়। সভায় অভিযুক্ত ৩৭ শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার ও ২ মে হল খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়। শিক্ষার্থীরা এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে হলের তালা ভেঙে ফেলে।
সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতেই ৩৭ শিক্ষার্থীর শাস্তির সিদ্ধান্ত বলে জানান তদন্ত কমিটি প্রধান
প্রফেসর ড. এম এম এ হাশেম।
শিক্ষার্থীদের শান্ত থেকে ৪ মে থেকে শুরু হতে যাওয়া ক্লাস-পরীক্ষায় অংশ নেওয়ার অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিভি/এআই




মন্তব্য করুন: