• NEWS PORTAL

  • রবিবার, ২০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

স্মৃতি-আনন্দ আর উচ্ছ্বাসে ভরে গেলো স্টামফোর্ড ইউনিভার্সিটির অ্যালামনাই মিট

প্রকাশিত: ২০:৫২, ১৯ এপ্রিল ২০২৫

আপডেট: ২০:৫২, ১৯ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
স্মৃতি-আনন্দ আর উচ্ছ্বাসে ভরে গেলো স্টামফোর্ড ইউনিভার্সিটির অ্যালামনাই মিট

স্মৃতির ভেলায় গৌরবের পথ ধরে সামনে এগিয়ে চলার প্রত্যয় নিয়ে স্মৃতি আনন্দ-উচ্ছ্বাসে অনুষ্ঠিত হলো স্টামফোর্ড ইউনিভার্সিটিতে ‘অ্যালামনাই মীট অ্যান্ড গ্রীট-২০২৫।’

আজ (১৮ এপ্রিল)  সকাল ৯ টা থেকে স্টামফোর্ড ইউনিভার্সিটির ‘অ্যালামনাই মিট এন্ড গ্রিট ২০২৫’-এ রেজিস্ট্রেশনকৃত শত শত প্রাক্তন শিক্ষার্থীদের উঞ্চ অভ্যর্থনায় ইউনিভার্সিটি পক্ষ থেকে স্বাগত জানানো হয় তাদের স্মৃতি বিজড়িত প্রাণের ক্যাম্পাসে। বেলা বাড়ার সাথে সাথে প্রাক্তন শিক্ষার্থীদের পদাচারণায় পুরো ক্যাম্পাস প্রাঙ্গণ মুখোরিত হয়ে উঠে। 

বেলা ১১টায় ‘অ্যালামনাই মীট অ্যান্ড গ্রীট-২০২৫’ –এর আহ্বায়ক প্রফেসর ড. জামাল উদ্দিন আহমেদের স্বাগত বক্তব্যের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. ফারাহনাজ ফিরোজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটর উপ-উপাচার্য প্রফেসর ড. মো. ইউনুছ মিয়া, এবং ‘অ্যালামনাই মীট অ্যান্ড গ্রীট-২০২৫’ -এ সভাপতিত্ব করেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ এর উপাচার্য প্রফেসর ড. মনিরুজ্জামান। এছাড়া আরও উপস্থিত ছিলেন ইমিরেটাস প্রফেসর ড. এম ফিরোজ আহমেদ, ইউনিভার্সিটির ট্রেজারার, রেজিস্ট্রার ও বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় চেয়ারম্যানগণ।

প্রধান অতিথির বক্তব্যে ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান ড. ফারহনাজ ফিরোজ বলেন, 'বিশিষ্ট শিক্ষানুরাগী প্রয়াত ড. এম. এ হান্নান ফিরোজ ও বিশিষ্ট শিক্ষানুরাগী প্রায়ত মিসেস ফাতিনাজ ফিরোজের হাত ধরে ২০০২ সাল থেকে এখন পর্যন্ত আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা প্রদান, উচ্চশিক্ষার বিস্তার, শিক্ষার মানোন্নয়ন, আধুনিক সময়োপযোগী ও প্রযুক্তি নির্ভর কর্মমুখী শিক্ষা প্রদানের মাধ্যমে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ দেশের মধ্যে অন্যতম বিদ্যাপীঠ হিসেবে গৌরবের সাথে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে।

শনিবার ইউনিভার্সিটির জন্য একটি অত্যন্ত আনন্দের দিন। যে আনন্দের আলো এবং উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে ইউনিভার্সিটির প্রতিটি কোনায় কোনায়। এই শিক্ষা প্রতিষ্ঠানটির আজকের এই অবস্থানের পেছনে আপনাদের অবদান সবচাইতে বেশি। এই বিদ্যাপীঠ থেকে শিক্ষা অর্জন শেষে আপনারা ছড়িয়ে পড়েছেন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে। আপনাদের এই ছড়িয়ে পড়া মানেই হচ্ছে, স্টামফোর্ড ইউনিভার্সিটির ছড়িয়ে পড়া। আপনাদের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মেধার স্বাক্ষর রাখা মানে স্টামফোর্ড ইউনিভার্সিটি পাহাড়ের ন্যায় গৌরবের রাজ মুকুট মাথায় নিয়ে দাঁড়িয়ে থাকা। অ্যালামনাই মীট অ্যান্ড গ্রীট-২০২৫ এ আগত সকল প্রাক্তন শিক্ষার্থীদেরকে আমি অভিনন্দন জ্ঞাপন করছি। 

দুপুর ৩টায় মধ্যাহ্ন ভোজের পর বর্ণাঢ্য সাংস্কৃতি অনুষ্ঠান র‌্যাফেল ড্র ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয় স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর ‘অ্যালামনাই মীট অ্যান্ড গ্রীট-২০২৫।’

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2