• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বন্যা কবলিত শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের তথ্য চেয়েছে মাউশি

প্রকাশিত: ২৩:২৪, ১৭ আগস্ট ২০২৩

ফন্ট সাইজ
বন্যা কবলিত শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের তথ্য চেয়েছে মাউশি

বন্যা কবলিত শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের বিষয়ে সার্বিক তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)। অতিবৃষ্টি ও পাহাড়ী ঢলের কারণে চট্টগ্রাম, বান্দরবান ও কক্সবাজারসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। ফলে এসব অঞ্চলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো তিনদিন বন্ধ রাখাসহ বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এইচএসসি পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়।

বুধবার (১৬ আগস্ট) মাউশি’র মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইং এর সহকারী পরিচালক লাইলুন নাহার এক বিজ্ঞপ্তিতে জানান, অতিবৃষ্টির কারণে উজান থেকে পানি নেমে আসায় দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা দেখা দিয়েছে।

এ পরিস্থিতিতে মাউশি’র আওতাধীন জেলা/উপজেলার কোন শিক্ষা প্রতিষ্ঠান বন্যা কবলিত থাকলে তার তথ্য এবং শিক্ষার্থীর তথ্য সংযুক্ত ছক অনুযায়ী মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইং এর ই-মেইলে director.mew@gmail.com আগামী ২২ আগস্টের মধ্যে পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়েছে
 

বিভি/ এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2