• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা

নকল রোধে পরীক্ষা শুরুর দেড় ঘণ্টা আগে কেন্দ্রে প্রবেশের নির্দেশনা

প্রকাশিত: ২১:১৫, ২৫ জানুয়ারি ২০২৪

ফন্ট সাইজ
নকল রোধে পরীক্ষা শুরুর দেড় ঘণ্টা আগে কেন্দ্রে প্রবেশের নির্দেশনা

আগামী ২ ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের পরীক্ষা ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। পরীুক্ষায় আবেদন করা প্রার্থীদের জন্য জরুরি কিছু নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াতের সই করা নির্দেশনায় বলা হয়েছে,জালিয়াতি ঠেকাতে এবার পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর দেড় ঘণ্টা আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াতের সই করা বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সহকারী শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষা ২ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত আবেদনকারীদের নিজ নিজ জেলায় অনুষ্ঠিত হবে। এদিন পরীক্ষার্থীদের অবশ্যই সকাল সাড়ে ৮টার মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে হবে।

গত ৮ ডিসেম্বর প্রথম ধাপে তিন বিভাগের ১৮ জেলায় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই দফায় পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে অর্থাৎ, সকাল ৯টার মধ্যে কেন্দ্রে প্রবেশের নির্দেশনা ছিল। এবার তা আরও ৩০ মিনিট এগিয়ে এনেছে অধিদপ্তর৷

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, ডিভাইস ব্যবহার করে জালিয়াতি, প্রক্সিসহ বিভিন্ন অনিয়ম ঠেকাতে এবার আরও আগে প্রার্থীদের কেন্দ্রে প্রবেশের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রার্থীরা কেন্দ্রে প্রবেশের পর পরীক্ষকরা যেন তাদের সময় নিয়ে পর্যবেক্ষণ করতে পারে, সেজন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিভি/ এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2