• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

এইচএসসিতে দিনাজপুর বোর্ডে মেয়ে পরীক্ষার্থী বেশি

রংপুর ব্যুরো

প্রকাশিত: ১৩:১৮, ৩০ জুন ২০২৪

ফন্ট সাইজ
এইচএসসিতে দিনাজপুর বোর্ডে মেয়ে পরীক্ষার্থী বেশি

স্বাস্থ্যবিধি মেনে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। রোববার (৩০ জুন) সকাল ১০টায় পরিক্ষা শুরু হলেও পরিক্ষার্থী ও অভিভাবকরা প্রায় দু’ঘন্টা আগে এসে কেন্দ্রের সামনে ভীড় জমায়। এবছর দিনাজপুর শিক্ষা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ১৩ হাজার ৪শ’ ২০ জন। গেল বছর পরীক্ষার্থী ছিল ১ লাখ ১২ হাজার ৩শ’ ২২ জন। চলতি বছর ১ হাজার ৯৮ জন পরীক্ষার্থী বেড়েছে।

সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরিক্ষা সম্পন্ন করতে একাধিক পরিক্ষা পরিদর্শক টিম গঠন করা হয়েছে। কলেজের শিক্ষকদের সমন্বয়ে গঠিত ভিজিলেন্স টিম পরীক্ষাকেন্দ্রে দায়িত্ব পালন করবে। এ ছাড়া বোর্ডের নিজস্ব কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সমন্বয়ে সাতটি ঝটিকা পরিদর্শক টিম গঠন করা হয়েছে। এসব টিম বোর্ডের সকল পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করবে।

দিনাজপুর শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক জহুরুল ইসলাম প্রামানিক জানিয়েছেন, চলতি বছর এইচএসসি পরীক্ষায় বিভাগের আট জেলা ও ৫৮ উপজেলায় ২শ’৪টি পরীক্ষাকেন্দ্রে ৬শ’৬২টি কলেজের ১ লাখ ১৩ হাজার ৪শ’২০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। গেল বছরের তুলনায় এ বছর বেশি মেয়ে পরীক্ষার্থী অংশ নিচ্ছে। 

গেল বছর ছেলে পরীক্ষার্থী ছিল ৫৫ হাজার ৫শ’৩ জন, এ বছর দাড়িয়েছে ৫৫ হাজার ৭শ’ ১৮ জন। বেড়েছে ২শ’ ১৫ জন ছেলে পরীক্ষার্থী। গত বছর মেয়ে পরীক্ষার্থী অংশ নেয় ৫৬ হাজার ৮শ’ ১৯ জন। চলতি বছর অংশ নিচ্ছে ৫৭ হাজার ৭শ’২ জন মেয়ে পরীক্ষার্থী। বেড়েছে ৮শ’১৯ জন মেয়ে পরীক্ষার্থী। 

এছাড়া মোট পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগে ৩১ হাজার ৯শ’ ৩৫, মানবিক বিভাগে ৭২ হাজার ৫শ’ ৩২ এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৮ হাজার ৯শ’ ৫৩ পরীক্ষার্থীসহ মোট ১ লাখ ১৩ হাজার ৪শ’২০ জন পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে রংপুর জেলায় ২৪ হাজার ৯শ’ ৭১, গাইবান্ধায় ১৬ হাজার ৭, নীলফামারীতে ১৩ হাজার ৬শ’ ৬৩, কুড়িগ্রামে ১১ হাজার ৩শ’ ৫৯ জন, লালমনিরহাটে ৭ হাজার ১শ’ ৪২, দিনাজপুরে ২২ হাজার ৪শ’ ৯৪, ঠাকুরগাঁওয়ে ১০ হাজার ১শ’ ৮৯ ও পঞ্চগড়ে ৬ হাজার ৯শ’ ৭৩ জন এইচএসসি পরীক্ষার্থী অংশ নেবে। 
পরিক্ষার প্রস্তুতি নিয়ে দিনাজপুর শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক স. ম. আব্দুস সামাদ আজাদ জানিয়েছেন, চলতি এইচএসসি পরীক্ষা শান্তিপূর্ণ ও ত্রুটিমুক্ত পরিবেশে অনুষ্ঠিত করার লক্ষ্যে একাধিক পরিদর্শক টিম গঠন করা হয়েছে। কলেজ শিক্ষকদের সমন্বয়ে নিয়মিত পরিদর্শক টিম পরীক্ষাকেন্দ্রের দায়িত্ব পালন করবে। এ ছাড়া বোর্ডের নিজস্ব কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সমন্বয়ে সাতটি স্পেশাল পরিদর্শক টিম গঠন করা হয়েছে।

বিভি/এজেড

মন্তব্য করুন: