• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

অনির্দিষ্টকালের জন্য যবিপ্রবির ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

জহুরুল ইসলাম, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ২২:০৯, ৩০ জুন ২০২৪

ফন্ট সাইজ
অনির্দিষ্টকালের জন্য যবিপ্রবির ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

অর্থ মন্ত্রণালয়ের জারীকৃত পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার, প্রতিশ্রুত সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে সাড়া দিয়ে ১ জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা দিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। 

দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস, পরীক্ষা বা দাপ্তরিক কার্যক্রম সবকিছুই অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।

রবিবার (৩০ জুন) যবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. ইকবাল কবির জাহিদ ও সাধারণ সম্পাদক ড. মো. কামরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

যবিপ্রবির শিক্ষক নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের সিদ্ধান্তের সাথে একমত পোষণ করে আমরাও দাবি আদায় না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত নিয়েছি। আন্দোলন চলাকালীন সকল শিক্ষক তাদের অফিসে অবস্থান করলে ও কোনো ধরনের ক্লাস পরীক্ষা নিবেন না এবং কোনো ধরনের নথিতেও স্বাক্ষর করবেন না।

বিভি/রিসি

মন্তব্য করুন: