• NEWS PORTAL

  • বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫

ঢাবি প্রো-ভাইস চ্যান্সেলরের সঙ্গে ডেনমার্ক দূতাবাসের কর্মকর্তাদের সাক্ষাৎ

প্রকাশিত: ১৩:৫৫, ২১ জানুয়ারি ২০২৫

আপডেট: ১৩:৫৫, ২১ জানুয়ারি ২০২৫

ফন্ট সাইজ
ঢাবি প্রো-ভাইস চ্যান্সেলরের সঙ্গে ডেনমার্ক দূতাবাসের কর্মকর্তাদের সাক্ষাৎ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকাস্থ ডেনমার্ক দূতাবাসের কর্মকর্তা মিস. স্টেফানি মুলথাউপ্ট এবং মিস. মেট গ্যাল্টিং।

মঙ্গলবার (২১ জানুয়ারি) ভাইস চ্যান্সেলরের কার্যালয়ে সাক্ষাৎ করেন তাঁরা। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের অধ্যাপক ড. বোরহান উদ্দীন খান এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ডেনমার্কের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা পদ্ধতি, সার্টিফিকেট, মার্কশিট, ট্রান্সক্রিপ্ট ডকুমেন্টেশন পদ্ধতি বিষয়ে মতবিনিময় করেন।

প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত ইতিহাস ও এর শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্পর্কে অতিথিদের অবহিত করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা এবং এর শিক্ষা কার্যক্রমের প্রতি গভীর আগ্রহ প্রকাশের জন্য তিনি অতিথিদের ধন্যবাদ জানান।

বিভি/এসজি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2