সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

ছবি: শিক্ষার্থীদের সড়ক অবরোধ
সুনামগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষার্থীদের পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা না দেওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
বুধবার (১৬ এপ্রিল) সকাল ৯ টা থেকে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে মদনপুর পয়েন্ট এলাকায় অবরোধ করে তারা। এতে সড়কের তিন পাশে শতশত গাড়ি আটকা পড়ে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
গতকালও একই দাবিতে ক্লাস বর্জন করে শিক্ষার্থীরা মানববন্ধন করেন। পরে খবর পেয়ে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস ও পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দিলে সড়কের স্বল্প পরিসরে যান চলাচলের সুযোগ করে দেন শিক্ষার্থীরা।
এ বিষয়ে আজ শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা করবে মেডিকেল কলেজ প্রশাসন।
বিভি/এমআর
মন্তব্য করুন: