• NEWS PORTAL

  • শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

এবারের নববর্ষ ফ্যাসিবাদমুক্ত নববর্ষ: ইবি ভিসি

যায়িদ বিন ফিরোজ, ইসলামী বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ১৫:১৭, ১৬ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
এবারের নববর্ষ ফ্যাসিবাদমুক্ত নববর্ষ: ইবি ভিসি

এবারের নববর্ষ ফ্যাসিবাদ মুক্ত নববর্ষ, এ-যেন এক নতুন বাংলাদেশের সূচনা বলে মন্তব্য করেছেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। পাশাপাশি এই নতুন বাংলাদেশ যারা এনে দিয়েছে সেই বৈষম্য বিরোধী আন্দোলনকারী ছাত্রছাত্রীদের শুরুতেই নববর্ষের শুভেচ্ছা জানান উপাচার্য।

আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে বুধবার (১৬ এপ্রিল) বেশ জাঁকজমকপূর্ণ ভাবে পহেলা বৈশাখ উদযাপন করেছে বিশ্ববিদ্যালয় পরিবার। ‘এবারের বৈশাখের স্বপ্ন-শপথ আগামীর বৈষম্যহীন বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ১৪৩২ উদযাপন করা হয়।

উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, আজকের এই অনুষ্ঠান সার্বজনীন, আজকের আনন্দ শোভাযাত্রায় সকল ছাত্র-ছাত্রী শিক্ষক কর্মকর্তাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আমাকে ব্যক্তিগতভাবে অভিভূত করেছে। আগামী দিনের ইসলামী বিশ্ববিদ্যালয় হবে দুর্নীতিমুক্ত ইসলামী বিশ্ববিদ্যালয় হবে ঐক্যের বিশ্ববিদ্যালয়।

ইংরেজি আমাদের নিজস্ব সংস্কৃতি নয় উল্লেখ্য করে উপাচার্য বলেন, ইংরেজি আমাদের নিজস্ব কালচার না, আরবিও আমাদের সমাজের নিজস্ব সংস্কৃতি না আমাদের সমাজের ঐতিহ্য এই বাংলা নববর্ষ। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে ইসলামী বিশ্ববিদ্যালয় এক নতুন মাত্রা যুক্ত হয়েছে,এভাবেই এগিয়ে যাবে ইসলামী বিশ্ববিদ্যালয়। 

এদিকে নববর্ষ উৎসব উপলক্ষে সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আমতলায় বাংলা মঞ্চে গিয়ে সমাপ্ত হয়। পরে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীরা অংশ নেন।
 

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2