• NEWS PORTAL

  • শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ঢাবি ফলিত গণিত বিভাগের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রকাশিত: ১৯:৩৪, ১৬ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
ঢাবি ফলিত গণিত বিভাগের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ঢাকা বিশ্ববিদ্যালয় ফলিত গণিত বিভাগের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের শিক্ষার্থীদের নবীন বরণ বুধবার (১৬ এপ্রিল) এ এফ মুজিবুর রহমান গণিত ভবনের রেজাউর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ফলিত গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয় গণিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ড. মোহাম্মদ তাজুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ গণিত শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, যারা গণিতে দক্ষ হয়, তারা যে কোন সমস্যা যুক্তির মাধ্যমে দ্রুত সমাধান করতে পারে। বিশ্ববিদ্যালয়ের সুন্দর পরিবেশে প্রজ্ঞাবান শিক্ষকবৃন্দের পরামর্শ ও দিকনির্দেশনায় শিক্ষার্থীরা গণিতে দক্ষতা অর্জন করবে এবং নিজেদের সফল মানুষ হিসেবে গড়ে তুলবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বিশ্ববিদ্যালয়ের আইন-শৃঙ্খলা ও রীতিনীতির প্রতি সম্মান প্রদর্শন এবং পড়াশোনার পাশাপাশি ক্রীড়া ও সহশিক্ষামূলক কার্যক্রমে দক্ষতা অর্জনের জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

বিভাগের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের বিভিন্ন বর্ষে সর্বোচ্চ জিপিএ অর্জন করায় ৩জন শিক্ষার্থীকে অনুষ্ঠানে পুরস্কৃত করা হয়। তারা হলেন-১ম বর্ষের ফাহিয়া হক আফনান, ২য় বর্ষের মেহেবুবা চৌধুরী এবং ৩য় বর্ষের মালিক সাবিহা তাসমিন।

অনুষ্ঠানের ২য় পর্বে বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
 
 

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2