• NEWS PORTAL

  • রবিবার, ২০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং এলামনাই এসোসিয়েশনের নতুন নির্বাহী কমিটি

প্রকাশিত: ২২:১৭, ১৮ এপ্রিল ২০২৫

আপডেট: ২২:১৮, ১৮ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং এলামনাই এসোসিয়েশনের নতুন নির্বাহী কমিটি

ছবি: নবগঠিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক

ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং এলামনাই এসোসিয়েশন (এমএএ-ডিইউ) এর ২০২৫-২০২৭ মেয়াদের জন্য নতুন নির্বাহী কমিটি গঠিত হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) অনুষ্ঠিত নবম বার্ষিক সাধারণ সভায় এই কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের প্রফেসর ড. আব্দুল্লাহ ফারুক মাল্টিপারপাস হলে।

নবগঠিত কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. আশরাফুল ইসলাম চৌধুরী। সাধারণ সম্পাদক খন্দকার মো. রাফিক হাসান এবং সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন এম. এ. হানিফ।

ছবি: নতুন নির্বাহী কমিটির সদস্যবৃন্দতে মোট ৫১ জন সদস্য রয়েছেন, যারা এলামনাইদের মধ্যে পারস্পরিক সংযোগ বৃদ্ধি, বিশ্ববিদ্যালয়ের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহায়তা এবং মার্কেটিং পেশার অগ্রগতিতে অবদান রাখার লক্ষ্যে কাজ করবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৯৬ সালে মার্কেটিং এলামনাই এসোসিয়েশন যাত্রা শুরু করে। এসোসিয়েশনটি বিভিন্ন প্রজন্মের প্রাক্তন শিক্ষার্থীদের একত্রিত করে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2