• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

২৪ ঘণ্টার আল্টিমেটাম, দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি কুয়েট শিক্ষার্থীদের

প্রকাশিত: ২২:০৩, ২০ এপ্রিল ২০২৫

আপডেট: ২২:০৪, ২০ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
২৪ ঘণ্টার আল্টিমেটাম, দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি কুয়েট শিক্ষার্থীদের

উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদকে অপসারণের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে সোমবার (২১ এপ্রিল) দুপুর ৩টা থেকে আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তারা। 

রবিবার (২০ এপ্রিল) দুপুর আড়াইটায় ক্যাম্পাসের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টার চত্বরে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। 

এ সময় শিক্ষার্থীরা জানান, ছাত্রদলের নেতা-কর্মী ও বহিরাগতরা গত ১৮ ফেব্রুয়ারি শিক্ষার্থীদের ওপর হামলা চালালেও উপাচার্য নিরাপত্তা দিতে পারেনি। উল্টো ২২ জন শিক্ষার্থীর বিরুদ্ধে ক্যাম্পাসের বাইরের একজন আদালতে মামলা করেছে। এছাড়া ৩৭ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে হামলাকারী নয় বরং আন্দোলনকারী শিক্ষার্থীর সংখ্যা বেশি।

তারা আরও জানান, অন্তর্বর্তী সরকারের কাছে উপাচার্যকে অপসারণের দাবি জানালেও কোনো সুফল পাননি। তাই বাধ্য হয়ে আমরণ অনশন করবেন।

অন্যদিকে শিক্ষকরা জানান, আন্দোলন করছে অল্প কিছু সংখ্যক শিক্ষার্থী। তারা সব শিক্ষার্থীর প্রতিনিধিত্ব করে না। আন্দোলন না করে তাদেরকে আলোচনায় বসার আহ্বান জানান তারা।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2