ভিসি পদত্যাগ না করলে আমরণ অনশনের হুঁশিয়ারি কুয়েটের আন্দোলনরত শিক্ষার্থীদের

ছবি: সংগৃহীত
ভিসির পদত্যাগের দাবি আদায় না হলে আজ আমরণ অনশনে যাবে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় - কুয়েটের আন্দোলনরত শিক্ষার্থীরা।
ভিসিকে পদত্যাগ করানোর দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারকে দেওয়া ২৪ ঘণ্টার আল্টিমেটাম শেষ হবে আজ সোমবার (২১ এপ্রিল) বেলা তিনটায়। দাবি না মানলে তাদের বেলা তিনটা থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমরণ অনশন শুরু করার কথা রয়েছে।
এদিকে, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চলমান সংকট নিরসনে পরিচালক ছাত্র কল্যাণের পক্ষ থেকে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে আলোচনার আহ্বান জানিয়ে কিছুক্ষণের মধ্যে সংবাদ সম্মেলন হবার কথা রয়েছে।
বিভি/এআই
মন্তব্য করুন: