• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

রূপগ‌ঞ্জে ইউ-এস বাংলা মে‌ডি‌কেল ক‌লেজের প্র‌তিষ্ঠাবার্ষিকী পালন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৬:০৮, ২১ এপ্রিল ২০২৫

আপডেট: ১৬:০৮, ২১ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
রূপগ‌ঞ্জে ইউ-এস বাংলা মে‌ডি‌কেল ক‌লেজের প্র‌তিষ্ঠাবার্ষিকী পালন

নানা আয়োজ‌নের মধ্য দি‌য়ে নারায়ণগ‌ঞ্জের রূপগ‌ঞ্জে ইউ-এস বাংলা মে‌ডি‌কেল ক‌লেজ এর ১১ তম প্র‌তিষ্ঠা বা‌র্ষিকী উদযাপন হ‌য়ে‌ছে।  সোমবার দুপু‌রে উপ‌জেলার কর্ণ‌গোপ এলাকায় মে‌ডি‌কেল ক‌লেজ ক্যাম্পা‌সে বেলুন উ‌ড়ি‌য়ে প্র‌তিষ্ঠা বা‌র্ষিকী অনুষ্ঠা‌নের উ‌দ্বোধন করা হয়। এ সময় ইউএস-বাংলা মেডিকেল কলেজের সামনে থেকে একটি র‍্যালী বের করা হয়। র‍্যালীটি ঢাকা-সিলেট মহাসড়ক ঘুরে কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়।

পরে প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষিকা, এক ঝাক নতুন পুরাতন শিক্ষার্থীদের নিয়ে কেক কাটা, সংগীত অনুষ্ঠান ও আলোচনা সভা করা হয়। 

ইউ-এস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ডাঃ মোঃ আজিজুল ইসলাম এর সভাপতিত্বে অতিথি হিসেবে ছিলেন, কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ডাঃ মোঃ সাজ্জাদুর রহমান। এছাড়া বিশেষ অতিথি ছিলেন, কলেজের পরিচালক মেজর ডাঃ এ কে এম মাহবুবুল হক (অবঃ), অধ্যাপক ব্রিগেঃ জেনাঃ (অবঃ) ডাঃ মোঃ আব্দুল মতিন অধ্যাপক ডাঃ রওশন আরা খানম অধ্যাপক ডাঃ শেখর ভট্টাচার্য্যসহ প্রতিষ্ঠানটির পরিচালক, শিক্ষক ও শিক্ষার্থীরা।

ইউ-এস বাংলা মে‌ডি‌কেল ক‌লেজ এর অধ্যক্ষ অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ডাঃ মোঃ আজিজুল ইসলাম বলেন, মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা এবং ডাক্তার তৈরির জন্য এই কলেজ কাজ করছে। বাংলাদেশের মধ্যে কলজে সদর্পে এগিয়ে যাচ্ছে। দেশে ও বিদেশে ইউএস বাংলা কাজ করে যাবে। আমাদের প্রত্যাশা একজন মানবিক চিকিৎসক তৈরি করা। এই প্রতিষ্ঠানটির সফলতা কামনা করে সবার দোয়া কামনা করেন এই অধ্যক্ষ।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2