• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ঢাকা কলেজ শিক্ষার্থীর ওপর দুর্বৃত্তদের হামলা, অচেতন অবস্থায় হাসপাতালে ভর্তি

মো. ওবায়দুল্লাহ, ঢাকা কলেজ

প্রকাশিত: ১৭:৩৭, ২১ এপ্রিল ২০২৫

আপডেট: ১৭:৩৭, ২১ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
ঢাকা কলেজ শিক্ষার্থীর ওপর দুর্বৃত্তদের হামলা, অচেতন অবস্থায় হাসপাতালে ভর্তি

আহত শিক্ষার্থী মাশফিয়ান মৃধা

রাজধানীর সাইন্সল্যাবে ঢাকা কলেজের এক শিক্ষার্থীর ওপর হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। মাথায় গুরুতর আঘাত লেগে অজ্ঞান তিনি হয়ে যান। আহত শিক্ষার্থী বর্তমানে অজ্ঞান অবস্থায় ধানমন্ডি পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে ইমার্জেন্সি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (২১ এপ্রিল) বেলা ১১ টায় সাইন্সল্যাব ওভারব্রিজের নিচে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনা পরবর্তী সাইন্সল্যাব এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

আহত শিক্ষার্থীর নাম মাশফিয়ান মৃধা। তিনি ঢাকা কলেজ উচ্চমাধ্যমিক বিভাগের একাদশ শ্রেণির শিক্ষার্থী। নির্মম এ হামলায় তার মাথা, নাক, চোখ ও হাতে আঘাতপ্রাপ্ত হয়েছেন।

হাসপাতালে ভর্তি আহত মাশফিয়ান মৃধার মা কান্নাজড়িত কন্ঠে বলেন, ৩ জন আমার ছেলেকে ইচ্ছামতো মেরেছে। কারা মেরেছে এটা বলতে পারছি না। কারণ তাদের কোন ইউনিফর্ম ছিল না। যারা মেরেছে তারা স্টুডেন্টদের পর্যায়ে পড়ে না। হামলা করার পরে আমার ছেলের জ্ঞানও ছিল না। জ্ঞান ফিরলে দেখে সে হাসপাতালে। কলেজের শিক্ষকরা হাসপাতালে ভর্তি করেছেন।

তিনি আক্ষেপ করে আরও বলেন, আমি প্রতিদিন কলেজে দিয়ে যাই এবং নিয়ে যাই। কিন্তু আজ আমি আসতে পারেনি।  যারা হামলা করেছে তাদের শাস্তি দেওয়া দরকার। তাদের শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি।

এ বিষয়ে ঢাকা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক পারভীন সুলতানা বলেন, ছুটির পর সাইন্সল্যাবের ফুটওভারব্রিজ দিয়ে যাওয়ার সময় আমাদের শিক্ষার্থীকে হামলা করে। কারা হামলা করেছে সেটা কেউ জানে না। এমনকি ও নিজেও জানে না।

হামলাকারীদের কোন ইউনিফর্ম ছিল না। আমরা তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করেছি। কলেজের বাহিরে ঘটনা নিয়ে কলেজ প্রশাসন আইনি ব্যবস্থা নিতে পারে না। তবে আমরা তাকে সাহায্য করবো।

হামলায় জড়িতদের গ্রেফতারের বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের নিউমার্কেট জোনের উপ পুলিশ কমিশনার (ক্রাইম) তারেক লতিফ বলেন, আমরা অলরেডি সিসিটিভি ফুটেজ দেখেছি। সিসিটিভি ফুটেজে অস্পষ্টভাবে দেখা গেল ওরা তিন থেকে চারজন ঢাকা কলেজ শিক্ষার্থীকে মেরে বিসিএসআইআরের দিকে চলে গেছে। আমরা অন্যান্য সিসিটিভি ফুটেজ থেকে চেহারা দেখে পরিচয় শনাক্তের চেষ্টা করছি। এরপরে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। হামলার পরবর্তী সময় থেকে অপরাধীদের ধরতে কার্যক্রম শুরু করে দিয়েছি। 

সংঘর্ষের আশঙ্কা করছেন কিনা জানতে চাইলে বলেন, কে বা করা হামলা করেছে সেটা তো বের করতে হবে। এখনো হামলাকারীদের পরিচয় জানা যায় নাই। তারা কোন কলেজের কিনা বা ব্যক্তিগত কোন বিষয় কিনা সে ব্যপারে এখনো কিছু জানা যায় নাই।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2