• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

কুয়েট ভিসিকে অপসারণের দাবিতে শিক্ষার্থীদের আমরণ অনশন শুরু

প্রকাশিত: ১৯:১০, ২১ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
কুয়েট ভিসিকে অপসারণের দাবিতে শিক্ষার্থীদের আমরণ অনশন শুরু

উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদকে অপসারণের দাবিতে বেশ কিছুদিন ধরে উত্তপ্ত খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-কুয়েট। আগের আল্টিমেটাম অনুযায়ী দাবি না মানায় এবার আমরণ অনশন শুরু করেছেন কিছু সংখ্যক কুয়েট শিক্ষার্থী। 

সোমবার (২১ এপ্রিল) বিকাল ৪টায় কুয়েটের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের বারান্দায় এ কর্মসূচি শুরু করেন তারা।

বেলা সাড়ে ৩টায় কুয়েটের ড. এম এ রশিদ হলের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। কিছু সময় পর তারা স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের বারান্দায় যান। বিকাল ৪টা থেকে সেখানে আমরণ অনশন শুরু করেন তারা।

এ সময় কুয়েটের সিনিয়র শিক্ষকরা সেখানে গিয়ে তাদের বোঝানোর চেষ্টা করছেন। এখনও আলোচনা চলছে।

এর আগে দুপুর ১২টায় কুয়েট ছাত্র কল্যাণ পরিষদে আয়োজিত সংবাদ সম্মেলনে ছাত্র কল্যাণ সম্পাদক অধ্যাপক আব্দুল্লাহ ইলিয়াস আক্তার বলেন, কুয়েটে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে তাদের দাবি নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আলোচনা হয়েছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন আশা করছে দ্রুতই কুয়েটের জটিলতার সমাধান আসবে।

তিনি আরও বলেন, কুয়েটের সমস্যার সমাধানের জন্য আন্দোলনরত শিক্ষার্থীদের আলোচনার আহ্বান জানানো হয়েছিল, আহ্বানে সাড়া দিয়ে তাদের একটি অংশের সঙ্গে আলোচনা হয়েছে। বহিষ্কৃত ৩৭ শিক্ষার্থীর বিষয়টি বিবেচনা হবে বলেও আলোচনায় শিক্ষার্থীদের প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়। এছাড়া কুয়েট শিক্ষার্থীদর বিরুদ্ধে করা মামলার বিষয়টিও প্রশাসনের পক্ষ থেকে পদক্ষেপ নেয়া হবে শিক্ষার্থীদের আশ্বস্ত করা হয়।

অন্যান্য দাবি নিয়েও ভালো আলোচনা হয়েছে বলে দাবি করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ সম্পাদক অধ্যাপক আব্দুল্লাহ ইলিয়াস আক্তার। তিনি শিক্ষার্থীদের আন্দোলন বন্ধের আহ্বান জানান, আশা করেন দ্রুতই সমস্যার সমাধান হবে।
 

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2