• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

পরীক্ষার্থীদের উত্তর বলে দেওয়ার সময় হাতেনাতে ধরা হল সুপার, অতঃপর...

প্রকাশিত: ১৯:৫৪, ২১ এপ্রিল ২০২৫

আপডেট: ১৯:৫৫, ২১ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
পরীক্ষার্থীদের উত্তর বলে দেওয়ার সময় হাতেনাতে ধরা হল সুপার, অতঃপর...

চাঁদপুরের শাহরাস্তিতে এসএসসি পরীক্ষার হলে শিক্ষার্থীদের উত্তর বলে দেওয়ার অভিযোগে হল সুপারকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে হলে দায়িত্বরত তিন শিক্ষককে প্রত্যাহার করা হয়েছে। 

সোমবার (২১ এপ্রিল) সকালে উপজেলার নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গণিত পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটেছে।

জানা যায়, ওই কেন্দ্রে গণিত পরীক্ষা চলাকালে হল সুপার মো. আজমুল হক ১২নং হলে গিয়ে শিক্ষার্থীদের মৌখিকভাবে এমসিকিউ উত্তর বলে দেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুপম মজুমদার ওই সময় কেন্দ্রে উপস্থিত হয়ে তাকে হাতেনাতে আটক করেন। এ ঘটনায় কেন্দ্র সচিব মো. আজাদ হোসেন বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। দুপুর ১২টার দিকে শাহরাস্তি থানা পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার জানান, অভিযুক্ত শিক্ষক দায় স্বীকার করেছেন। তাকে বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে।

কেন্দ্র সচিব ও নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজাদ হোসেন জানান, হলে দায়িত্বে থাকা তিন শিক্ষককে আগামী পরীক্ষাগুলো থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

শাহরাস্তি থানার ওসি আবুল বাসার জানান, কেন্দ্র থেকে অভিযুক্ত শিক্ষক আজমুল হককে আটক করে থানায় আনা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2