কুয়েটে শিক্ষার্থীদের আমরণ অনশন অব্যাহত, অসুস্থ হয়ে হাসপাতালে একজন

ছবি: সংগৃহীত
উপাচার্যের অপসারণের দাবিতে আমরণ অনশন অব্যাহত রেখেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-কুয়েটের শিক্ষার্থীরা। দাবি আদায়ে অনড় তারা। অসুস্থ হয়ে পড়ায় এক শিক্ষার্থীকে নেওয়া হয়েছে হাসপাতালে।
সোমবার (২১ এপ্রিল) বিকাল চারটা থেকে ক্যাম্পাসের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের বারান্দায় অনশন করছেন ৩২ শিক্ষার্থী। রাতভর সেখানে অবস্থান করেন তারা। এতে অসুস্থ হয়ে পড়েছেন বেশ কয়েকজন শিক্ষার্থী। একজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার জানিয়েছেন, অচলাবস্থা নিরসনে স্বরাষ্ট্র উপদেষ্টা শিক্ষা উপদেষ্টার সাথে কথা বলেছেন। সন্তোষজনক সমাধানের আশাপ্রকাশ করেন তিনি। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, প্রয়োজনে জীবন দেবেন তবু উপাচার্য অপসারণ না করা পর্যন্ত এ কর্মসূচি চালিয়ে যাবেন তারা।
বিভি/এসজি
মন্তব্য করুন: