• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

সপ্তাহ ব্যবধানে আবারও ঢাকা কলেজ-সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ

প্রকাশিত: ২২:৫১, ২২ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
সপ্তাহ ব্যবধানে আবারও ঢাকা কলেজ-সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ

সপ্তাহের ব্যবধানে ফের সংঘর্ষ হয়েছে রাজধানীর ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে। উত্তেজনা ছড়িয়ে পড়লে ধাওয়া, পাল্টা ধাওয়া হয়। পুলিশ লাঠিচার্জ আর টিয়ার শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে শিক্ষার্থী ও পুলিশসহ আহত হয়েছেন অর্ধ শতাধিক। বুধ ও বৃহস্পতিবার দুই কলেজ বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

মুহুর্মুহু টিয়ারশেল আর ধাওয়া-পাল্টা ধাওয়ায় আবারও রণক্ষেত্র রাজধানীর সাইন্সল্যাব। ঢাকা কলেজ আর সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যকার এই সংঘর্ষ যেন রাজধানীবাসীর নিত্য সঙ্গী। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর ১২ টার কিছু পর ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষ জড়িয়ে পরে সাইন্সল্যাব ও এর আশপাশের এলাকায় । এসময় উভয়পক্ষকে ইটপাটকেল নিক্ষেপ করতে দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ ও টিয়ারশেল ছোড়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদ্যসরা। 

ঢাকা কলেজের শিক্ষার্থীদের অভিযোগ, সোমবার তাদের এক শিক্ষার্থীকে মারধর করেছে সিটি কলেজের শিক্ষার্থীরা। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২২ এপ্রিল) দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে । 

ডিএমপি রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম জানান, এই ঘটনায় তৃতীয় কোন পক্ষ নাশকতার চেষ্টা করছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। 

এদিকে, শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এফ. এম. মোবারক হোসাইন । 

এর আগে, গত ১৫ এপ্রিল রাজধানীর সাইন্সল্যাব মোড়ে ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2