• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

কুয়েটের ভিসি, প্রো-ভিসিকে অব‍্যাহতি প্রদান, ভারপ্রাপ্ত দায়িত্বে হারুন অর রশিদ

প্রকাশিত: ১০:২৪, ২৪ এপ্রিল ২০২৫

আপডেট: ১০:২৬, ২৪ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
কুয়েটের ভিসি, প্রো-ভিসিকে অব‍্যাহতি প্রদান, ভারপ্রাপ্ত দায়িত্বে হারুন অর রশিদ

অবশেষে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-কুয়েট এর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে ভিসি ড. মুহাম্মাদ মাছুদ ও প্রো-ভিসি ড. শেখ শরিফুল আলমকে। শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাদের দুই জনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। এদিকে, ভারপ্রাপ্ত ভিসির দায়িত্ব দেওয়া হয়েছে সিভিল ফ্যাকাল্টির ডিন হারুন অর রশিদকে। 

বুধবার (২৩ এপ্রিল) রাত ১টায় স্টুডেন্ট ওয়েলফেয়ার এর নিচতলায় প্রদর্শনী রুমে ইউজিসি সদস্য অধ্যাপক ড. তানজীম উদ্দিন খান আন্দোলনরত শিক্ষার্থীদের সামনে মন্ত্রনালয়ের প্রজ্ঞাপন পড়ে শোনান।

এ সময় তিনি বলেন, কুয়েটের সাম্প্রতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে সমস্যা নিরসন এবং স্বাভাবিক শিক্ষা কার্যক্রম শুরুর লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং উপ-উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।‎

জানান, অবিলম্বে সার্চ কমিটির মাধ্যমে এই দুটি পদে নতুন নিয়োগ দেওয়া হবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের-ইউজিসি প্রতিনিধি দলের সদস্যরা অনশনরত শিক্ষার্থীদের জুস পান করিয়ে অনশন ভাঙান। ভিসি ও প্রো-ভিসির অব্যাহতির পর পরই কুয়েটের শিক্ষার্থীরা ক্যাম্পাসে আনন্দ মিছিল বের করেন। 

বিভি/এআই

মন্তব্য করুন: