• NEWS PORTAL

  • শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

গুচ্ছ বরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নানা প্রস্তুতি 

যায়িদ বিন ফিরোজ, ইসলামী বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ১৬:০৪, ২৪ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
গুচ্ছ বরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নানা প্রস্তুতি 

শুক্রবার ব্যবসায় শিক্ষা অনুষদের অর্থাৎ ‘সি ইউনিটের’ ভর্তি পরীক্ষার মাধ্যমে শুরু হবে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা। এই পরীক্ষার অন্যতম কেন্দ্র কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পক্ষ থেকে ইতোমধ্যেই সকল প্রস্তুতি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, অভিভাবক কর্ণার স্থাপনসহ ভর্তি পরিক্ষা ঘিরে সকল ধরনের প্রস্তুতি আছে বলে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়। 

বিশ্ববিদ্যালয় সূত্রে আরও জানা যায়, সকাল সাড়ে ৯টা থেকে পরিক্ষার্থীরা গেট দিয়ে প্রবেশ করতে পারবে। প্রবেশপত্র দেখিয়ে প্রতিটি পরীক্ষার্থীকে গেট দিয়ে ঢুকতে হবে এবং তারা কোনো ইলেকট্রনিক ডিভাইস, হাতঘড়ি নিয়ে কেন্দ্রে ঢুকতে পারবে না। প্রতিটি ভবনের নীচে দায়িত্বশীলরা চেক করে করে তাদের পরীক্ষার হলে প্রবেশ করাবেন। ১০ টার মধ্যেই তাদের পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। 

দেরি করে আসা পরীক্ষার্থীদের দ্রুত কেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য সিকিউরিটি টিমের দুটি মোটরসাইকেল ও দুটি গাড়ি থাকবে। এছাড়াও প্রশাসনের পক্ষ থেকে শহীদ মিনারের পেছনে অভিভাবকদের বিশ্রামের জন্য বসার ব্যবস্থা করা হয়েছে। মেইন গেটের সামনে ক্রিয়াশীল ছাত্র-সংগঠন গুলোর স্টল থাকবে যেখানে পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য বিভিন্ন সেবা দেওয়া হবে।  

নিরাপত্তার বিষয়ে ভর্তি পরীক্ষার শৃঙ্খলা রক্ষা কমিটির আহ্বায়ক ও প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, ভর্তি পরীক্ষা উপলক্ষে ক্যাম্পাস ও পার্শ্ববর্তী এলাকায় নিরাপত্তা জোরদার করতে বেশকিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। পুলিশ ও র‍্যাবের সার্বক্ষণিক টহলের ব্যবস্থা থাকবে। ভর্তি পরীক্ষা যেন নকল ও প্রক্সি মুক্ত হয় সেজন্য নজরদারি অব্যাহত থাকবে। সার্বিক নিরাপত্তা বজায় রাখতে প্রক্টরিয়াল বডির সাথে বিএনসিসি রোভার স্কাউটের সদস্যরা বিভিন্ন ভবনে দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন প্রক্টর। এছাড়া সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে মোবাইল কোর্ট থাকবে। ভর্তি পরীক্ষা চলাকালীন ক্যাম্পাসের সর্বোচ্চ শৃঙ্খলা রক্ষার্থে আমরা বদ্ধপরিকর বলে জানান প্রক্টর। 

কত সংখ্যক শিক্ষার্থী ইবি কেন্দ্রে সি ইউনিটের পরীক্ষায় অংশগ্রহণ করবে এমন প্রশ্নে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক বলেন, এবার সি ইউনিটের পরীক্ষা গ্রহণের মাধ্যমে গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু হবে। ইবি কেন্দ্রে ১৩১০ পরিক্ষার্থী অংশগ্রহণ করবে। তাদের কেন্দ্র হিসেবে সম্পূর্ণ অনুষদ ভবন এবং রবীন্দ্র-নজরুল কলা ভবনের দুটি রুমে আসন বিন্যাস করা হয়েছে। 

সার্বিক বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ভর্তি পরীক্ষার জন্য ইসলামী বিশ্ববিদ্যালয় সম্পূর্ণভাবে প্রস্তুত। আগামীকাল ‘সি’ ইউনিটের পরীক্ষার জন্য জিএসটির নিয়ম অনুসারে দায়িত্বশীল সবাই তাদের প্রস্তুতি সম্পন্ন করেছে। ডিন, প্রক্টর সবাই নিজ নিজ কাজ করছে। আমি অফিসে বসে প্রতিটি কমিটির কাজ মনিটর করছি।

আইনশৃঙ্খলা রক্ষায় যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। আশা করছি একটি উৎসবমুখর পরিবেশে সুষ্ঠুভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সম্পন্ন হবে।

বিভি/এসজি

মন্তব্য করুন: