• NEWS PORTAL

  • শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা গ্রহণে প্রস্তুত নজরুল বিশ্ববিদ্যালয়

রোহান চিশতী, নজরুল বিশ্ববিদ্যালয় 

প্রকাশিত: ১৬:১২, ২৪ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা গ্রহণে প্রস্তুত নজরুল বিশ্ববিদ্যালয়

ফাইল ছবি

জিএসটি (সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা গ্রহণে সম্পূর্ণরূপে প্রস্তুত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কেন্দ্র। আগামী ২৫ এপ্রিল ২০২৫ তারিখ শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ‘সি’ (বাণিজ্য) ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে শুরু হবে এই ভর্তি পরীক্ষা কার্যক্রম।

আসন্ন ভর্তি পরীক্ষা সম্পূর্ণ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বুধবার (২৩ এপ্রিল) উপাচার্যের কনফারেন্স কক্ষে কেন্দ্রীয় ভর্তি কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. এ.এইচ.এম. কামাল, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বখতিয়ার উদ্দিন, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. তপন কুমার সরকার, আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমানসহ বিভাগীয় ও দপ্তরপ্রধানগণ উপস্থিত ছিলেন।

সভায় বিভিন্ন উপ-কমিটির সভাপতি ও সদস্য-সচিবগণ তাদের উপ-কমিটির কার্যক্রম কেন্দ্রীয় ভর্তি কমিটির সামনে উপস্থাপন করেন। ভর্তি পরীক্ষার নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন করা থাকবে এবং রাস্তার যানযট নিয়ন্ত্রণ করতে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান উল্লেখ করেন। পরীক্ষার্থীদের ময়মনসিংহ ও ভালুকা হতে আসার জন্য পর্যাপ্ত বাসের ব্যবস্থা থাকবে বলে বিশ্ববিদ্যালয়ের পরিবহণ প্রশাসক প্রফেসর ড. আহমেদ শাকিল হাসমী জানান।

সভার সভাপতি ও উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বিভিন্ন উপ-কমিটির গৃহীত কার্যক্রম শুনে দিকনির্দেশনা প্রদান করেন। পরীক্ষা চলাকালীন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য উপাচার্য নির্দেশ প্রদান করেন। এসময় পরীক্ষা কার্যক্রম সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।

আগামী ২ মে (শুক্রবার) ১১টা থেকে ১২টা পর্যন্ত ‘বি’ (মানবিক) ইউনিটের ভর্তি পরীক্ষা ও ০৯ মে (শুক্রবার) ১১ টা থেকে ১২টা পর্যন্ত ‘এ’ (বিজ্ঞান) ইউনিটের ভর্তি পরীক্ষা এবং একইদিন বেলা সাড়ে ৩টা হতে সাড়ে ৪টা পর্যন্ত আর্কিটেকচার ব্যবহারিক (ড্রইং) পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি ইউনিটের ফলাফল জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইট (www.gstadmission.ac.bd)-এ প্রকাশ করা হবে। মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীরা তাদের পছন্দমত তালিকাভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে যোগ্যতাসাপেক্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। প্রত্যেক বিশ্ববিদ্যালয় তাদের আসন সংখ্যার সামর্থ্যের উপর ভিত্তি করে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করবে।

বিভি/এসজি

মন্তব্য করুন: