• NEWS PORTAL

  • শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ইবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৯৬.১৮ শতাংশ 

যায়িদ বিন ফিরোজ, ইসলামী বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ১৫:০৭, ২৫ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
ইবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৯৬.১৮ শতাংশ 

কোনো ধরণের অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত ব্যবসায় শিক্ষা অনুষদ অর্থাৎ ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কেন্দ্রে সম্পন্ন হয়েছে। এই কেন্দ্রে ১৩১০ জন ভর্তিচ্ছু শিক্ষার্থীর আসন বিন্যাস থাকলেও উক্ত পরিক্ষায় উপস্থিত ছিলেন ১২৬০ শিক্ষার্থী। যা উপস্থিতি হার বিবেচনায় ৯৬.১৮ শতাংশ।  

শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরিক্ষা ঘিরে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে এক উৎসবমুখর পরিবেশ দেখা যায়। এছাড়াও ক্যাম্পাসের বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো ভর্তিচ্ছুদের নানা ধরনের সেবা প্রদান করেন।

পরীক্ষার্থীদের নিরাপত্তা ও পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা ও সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ক্যাম্পাসে পুলিশ, র‍্যাবের টহল দল ও আনসার সদস্য মোতায়েন করা হয়। ক্যাম্পাসে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক সহ প্রশাসনের সদস্যরা পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

সার্বিক বিষয়ে উপাচার্য ড. নকীব নসরুল্লাহ বলেন, স্বাভাবিকভাবে একটু গরম থাকলেও শিক্ষার্থীরা মোটামুটি ভালো পরিবেশেই পরীক্ষা দিচ্ছে। প্রায় শতভাগ উপস্থিতি দেখা গেছে, অনুপস্থিতি খুবই কম। প্রশ্নপত্রও শিক্ষার্থীদের কমন পড়েছে। পর্যাপ্ত ইনভিজিলেটর রয়েছেন। এখন পর্যন্ত কোনো অভিযোগ বা অসংগতি চোখে পড়েনি, সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে।


 

বিভি/এসজি

মন্তব্য করুন: