নজরুল বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৯৫.৯২ শতাংশ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে জিএসটি গুচ্ছ 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ও সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
জানা যায়, মোট ৯০৮ জন পরীক্ষার্থীর মাঝে পরীক্ষায় অংশ নেয় ৮৭১ জন পরীক্ষার্থী। উপস্থিতির হার ৯৫.৯২ শতাংশ। ভর্তি পরীক্ষার শৃঙ্খলা নিয়ন্ত্রণে সার্বক্ষণিক কাজ করে প্রক্টরিয়াল বডি, রোভার স্কাউট, আনসারসহ স্থানীয় প্রশাসন ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্রিয়াশীল সংগঠন।
সরেজমিনে দেখা যায়, ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে জেলা, উপজেলা অ্যাসোসিয়েশন এবং বিভাগগুলোর পক্ষ থেকে রাখা হয় হেল্প ডেস্ক। যেখানে পরীক্ষার্থীরা তাদের মোবাইল ফোন, ঘড়ি এবং অন্যন্য প্রয়োজনীয় জিনিসপত্র রেখে যেতে পারে। একই দিনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের পক্ষ থেকে শিক্ষার্থী এবং অভিভাবকদের মাঝে পানি বিতরণ করা হয়।
এছাড়া ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের জন্য ভালুকা এবং ময়মনসিংহ শহর থেকে বিশ্ববিদ্যালয়গামী এবং পরীক্ষা শেষে পুণরায় তাদের পৌছে দেয়ার জন্য একাধিক বাসের ব্যবস্থা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অভিভাবকদের বিশ্রামের জন্য বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন টিএসসি ভবনের নিচে এবং গাহি সাম্যের গান মুক্তমঞ্চে জায়গা রাখা হয়। এছাড়া কেন্দ্রীয় খেলার মাঠে করা হয় গাড়ি রাখার ব্যবস্থা।
ভর্তি পরীক্ষা শুরু হলে উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম কেন্দ্রের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন। এ সময় ভিজিল্যান্স উপ-কমিটির সদস্য প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এ.এইচ.এম. কামাল, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. বখতিয়ার উদ্দিন, চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. তপন কুমার সরকার, আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান উপস্থিত ছিলেন। তবে শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে ভিজিল্যান্স টিমের অন্য সদস্যবৃন্দ পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেন নি।
পরীক্ষা কক্ষ পরিদর্শন শেষে উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, পরীক্ষা সুন্দরভাবে আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয় প্রসাশন কয়েক মাস আগে থেকেই বিভিন্ন প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করে সকল প্রস্তুতি সম্পন্ন করে রেখেছিল। ফলে খুব শৃঙ্খলার সাথে পরীক্ষা গ্রহণ সম্ভব হয়েছে। শিক্ষার্থীরাও পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও শৃঙ্খলা এবং দূর থেকে আসা শিক্ষার্থীদের জন্য বাসের ব্যবস্থা করায় সন্তোষ প্রকাশ করেছে। এছাড়া তিনি পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ে এনএসআই, ডিজিএফআই এবং জিএসটির কেন্দ্রীয় কমিটির প্রতিনিধির উপস্থিতি এবং পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার জন্য প্রক্টরিয়াল বডি, জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর থেকে পর্যাপ্ত সহযোগিতার কথা উল্লেখ করেন।
উল্লেখ্য, আগামী ২ মে ‘বি’ (মানবিক) ইউনিটের ভর্তি পরীক্ষা ও ৯ মে ‘এ’ (বিজ্ঞান) ইউনিটের ভর্তি পরীক্ষা এবং একইদিন আর্কিটেকচার ব্যবহারিক (ড্রইং) পরীক্ষা অনুষ্ঠিত হবে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ‘বি’ (মানবিক) ইউনিটের ভর্তি পরীক্ষায় ৫,৪৯৬ জন এবং ‘এ’ (বিজ্ঞান) ইউনিটের ভর্তি পরীক্ষায় ৮,৪৩৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিবেন।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: