ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বৈশাখী মিলনমেলা

ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বৈশাখী মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটরিয়ামে এ মিলনমেলা হয়।
বৈশাখী মিলন মেলার এ আনন্দ আয়োজনে অংশ নেন অ্যালামনাই সদস্যরা। এসময় তারা একে অপরকে দেখে উচ্ছ্বসিত হয়ে উঠেন। পুরনো বন্ধুদের পেয়ে স্মৃতিচারণে মেতে ওঠেন। নানা রকম গল্পগুজব, হাসিঠাট্টা ও আড্ডায় মেতে ওঠেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা। নানারকম স্মৃতিচারণের মাধ্যমে নস্টালজিক হয়ে পড়েন তারা।
পরে আলোচনা অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. নিয়াজ আহমেদ।
বিভি এ/আই
মন্তব্য করুন: