রাবি ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে আবারও ভুলের অভিযোগ!

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় 'এ' ইউনিটের পর এবার বিজ্ঞান সংশ্লিষ্ট অনুষদগুলোর সমন্বয়ে গঠিত 'সি' ইউনিটের পরীক্ষাতেও প্রশ্নে ভুল ছিল বলে অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (২৬ এপ্রিল) ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় পাঁচটি প্রশ্নে ভুল পাওয়া গেছে। এদিন বেলা ১১টায় ১ম শিফটের ১নং সেট প্রশ্নপত্র বিশ্লেষণ করে দেখা গেছে—সাধারণ অংশে ৩৭ নম্বর, গণিত অংশে ৭৭ নম্বর এবং ঐচ্ছিক অংশে ৬০ নম্বর প্রশ্নে ভুল ও অসঙ্গতি পাওয়া গেছে। কোথাও সঠিক উত্তর ছিল না, আবার কোথাও সব অপশনই সঠিক ছিল।
এছাড়া ২য় শিফটের ১নং সেট প্রশ্নপত্রে গণিত অংশে ৭৪ নম্বর প্রশ্ন এবং ঐচ্ছিক অংশে ৭৬ নম্বর প্রশ্নে ভুল পাওয়া গেছে যেখানে অপশনে কোনো সঠিক উত্তর ছিল না।
দেশের অন্যতম বৃহৎ একটি শিক্ষা প্রতিষ্ঠানের তুমুল প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্নপত্রের এমন ভুলের সমালোচনা করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। ভর্তি পরীক্ষার মতো একটি কর্মযজ্ঞে এসব ভুল কোনোভাবেই কাম্য নয় বলে জানান তারা।
প্রশ্নপত্রে ভুলের বিষয়ে জীববিজ্ঞান অনুষদের ডিন ও ‘সি’ ইউনিট পরীক্ষার চিফ কো-অর্ডিনেটর অধ্যাপক ড. গোলাম মর্তুজা জানান, “আমার জানা মতে ৩৭ নম্বর প্রশ্নে সঠিক উত্তর রয়েছে। তবে অন্যগুলো গণিত ও উদ্ভিদবিদ্যা (বোটানি) বিভাগের তৈরি প্রশ্ন। এ বিষয়ে আমি মন্তব্য করতে পারবো না।”
এর আগে গত ১৯ এপ্রিল ‘এ’ ইউনিটের দুই শিফটের পরীক্ষা শেষে রাবি কেন্দ্রের প্রশ্নপত্র বিশ্লেষণ করে ছয় জায়গায় ভুল ও অসঙ্গতি পাওয়া গেছে।
‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ১ম শিফটে প্রশ্নপত্রের তিন (৩) নম্বর সেটের বাংলা অংশের ১৩, ১৬ ও ২৩ নম্বর প্রশ্নে ভুল পাওয়া গেছে। এছাড়া ২য় শিফটের পরীক্ষার প্রশ্নে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা 'ড. ইউনূসের' নামের বানানে ভুলসহ সাধারণ জ্ঞান অংশে একটি প্রশ্নের উত্তর অপশনেই পাওয়া যায়নি।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন এ প্রসঙ্গে বলেন, “রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়ম অনুযায়ী, প্রশ্নপত্রে কোনো ভুল বা অসঙ্গতি দেখা দিলে সবাইকে মার্কিং করে দেওয়া হয়। আমরাও সেই নিয়ম অনুসরণ করছি। তবে এবার প্রথমবারের মতো বিভাগীয় পর্যায়ে পরীক্ষা নেওয়া একটি বড় চ্যালেঞ্জ ছিল। কিছু ভুলভ্রান্তি হয়েছে সত্যি, তবে ভবিষ্যতে এ অভিজ্ঞতা মাথায় রেখেই আরও সুসংগঠিত ও সুষ্ঠুভাবে পরীক্ষা নেওয়ার চেষ্টা করব।”
এদিকে, বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং, জীববিজ্ঞান, কৃষি অনুষদসহ বিজ্ঞান সংশ্লিষ্ট বিষয়গুলোর সমন্বয়ে গঠিত 'সি' ইউনিটের পরীক্ষার মাধ্যমে শেষ হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ সেশনের ভর্তি পরীক্ষা। দুই শিফটে অনুষ্ঠিত এ ভর্তি পরীক্ষায় ১৫১৬টি আসনের বিপরীতে লড়ছেন ৯৮৮২০ জন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী।
বিভি/এজেড
মন্তব্য করুন: