• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পান্ডুলিপি বিষয়ক কর্মশালা শুরু

প্রকাশিত: ২০:২০, ২৮ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে পান্ডুলিপি বিষয়ক কর্মশালা শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের উদ্যোগে পান্ডুলিপি বিষয়ক ৩ দিনব্যাপী কর্মশালা ও সেমিনার শুরু হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান গ্রন্থাগারের ই-জোনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মশালা ও সেমিনারের উদ্বোধন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক অধ্যাপক ড. কাজী মোস্তাক গাউসুল হকের সভাপতিত্বে সেমিনারে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেমিনারে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারে সংরক্ষিত পান্ডুলিপি: সম্পাদনা ও প্রকাশ’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপ-গ্রন্থাগারিক সাদিয়া আফরিন।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান যথাযথভাবে পান্ডুলিপি সংরক্ষণের উপর গুরুত্বারোপ করে বলেন, মানব সভ্যতার ইতিহাস পান্ডুলিপি থেকেই সংগ্রহ করতে হয়। পান্ডুলিপির উপর ভিত্তি করে সভ্যতার বিকাশ ঘটেছে, তাই এ বিষয়ে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা গড়ে তোলা দরকার।

পান্ডুলিপি পাঠোদ্ধারের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, এর শিক্ষা সাধারণ মানুষের বোধগম্য করে সর্বত্র ছড়িয়ে দিতে হবে। ঢাকা  বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারে সংরক্ষিত বিভিন্ন দুর্লভ পান্ডুলিপির জ্ঞান দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিনিময় করতে হবে।  

উল্লেখ্য, এই কর্মশালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫০জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2