৩০তম বিসিএস সাধারণ শিক্ষা ফোরামের নির্বাচন অনুষ্ঠিত

৩০ তম বিসিএস সাধারণ (ফোরাম) এর সভাপতি ও সাধারণ সম্পাদক
৩০তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার ফোরামের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে কেন্দ্রীয় সভাপতি পদে হাবিবুর রহমান, সহসভাপতি পদে মোহাম্মদ সফিকুল ইসলাম নির্বাচিত হয়েছে। সাধারণ সম্পাদক পদে কাওছার আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে এম.এম.এ জামিল সরকার, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ আবদুল কাদের, কোষাধ্যক্ষ পদে মোঃ হাবিবুর রহমান বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।
প্রধান নির্বাচন কমিশনার মোঃ জাহাঙ্গীর আলম খান এর নেতৃত্বে ৭ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন অত্যন্ত সুষ্ঠুভাবে ৩০ তম বিসিএস সাধারণ (ফোরাম) নির্বাচন-২০২২ পরিচালনা করেছেন। নির্বাচিত কমিটি শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করার মাধ্যমে কার্যক্রম শুরু করবেন।
৩০ তম বিসিএস ( সাধারণ শিক্ষা) ক্যাডার ফোরামের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় সভাপতি পদে হাবিবুর রহমান, সহকারী পরিচালক (প্রশাসন) ব্যানবেইস, সহসভাপতি পদে মোহাম্মদ সফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক (হিসাব বিজ্ঞান), চৌমুহনী সরকারি এস এ কলেজ, নোয়াখালী, সাধারণ সম্পাদক পদে কাওছার আহমেদ, সহকারী পরিচালক (মাধ্যমিক) মাউশি অধিদপ্তর, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে এম.এম.এ জামিল সরকার, সহকারী অধ্যাপক (অর্থনীতি), আনন্দমোহন কলেজ, ময়মনসিংহ, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ আবদুল কাদের, সহকারী অধ্যাপক (রসায়ন), সরকারি হরগঙ্গা কলেজ, মুন্সিগঞ্জ, কোষাধ্যক্ষ পদে মোঃ হাবিবুর রহমান সহকারী অধ্যাপক (ব্যবস্থাপনা) নবাবগঞ্জ সরকারি কলেজ, চাপাইনবাবগঞ্জ বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।
এছাড়াও ৮টি বিভাগে সহসভাপতি ও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।নির্বাচনে ঢাকা বিভাগের সহসভাপতি পদে ফকির মোঃ আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক পদে উজ্জ্বল ভট্টাচার্য, ময়মনসিংহ বিভাগের সহসভাপতি পদে মুহাম্মদ মাহাফুজুর রহমান, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ মেহাদী হাসান; খুলনা বিভাগের সহসভাপতি পদে মোঃ ইনামুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ ইবনুর রহমান; বরিশাল বিভাগের সহসভাপতি পদে মোঃ আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ শামীম হোসেন খান; চট্টগ্রাম বিভাগের সহসভাপতি পদে মোঃ জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে মু. খালেদ সাইফুল্লাহ; রাজশাহী বিভাগের সহসভাপতি পদে মোঃ ফিরোজ মিয়া, সাংগঠনিক সম্পাদক পদে সাবরিন নাহার; রংপুর বিভাগের সহসভাপতি পদে মোঃ আসাদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক পদে আশা লতা রায়; সিলেট বিভাগের সহসভাপতি পদে সুজিত চন্দ্র, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ রফিকুল হক বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।
নবনির্বাচিত কমিটি সম্পর্কে অনুভূতি ব্যক্ত করে সাধারণ সম্পাদক কাওছার আহমেদ সকল সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘সিলেকশন গ্রেডপ্রাপ্তি, ইসলাম শিক্ষা ও আরবি বিষয়ের প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে দ্রুত পদোন্নতি প্রদানের জন্য চাপ প্রয়োগ, ইনসিটু কর্মকর্তাদের বাড়ি ভাড়া সমস্যা সমাধান, যথাসময়ে পদোন্নতি প্রদানসহ ক্যাডার সংশ্লিষ্ট অন্যান্য দাবি দাওয়ার বিষয়ে সকল সদস্যদের মতামতের ভিত্তিতে যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যা সমূহ সমাধানের জন্য যথাসাধ্য চেষ্টা করব।’ তিনি এই বিষয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করেন।
বিভি/এইচএস
মন্তব্য করুন: