টিটি কলেজ-ঢাকা কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, পুলিশ মোতায়েন

ঘটনার পর ঢাকা কলেজের সামনের রাস্তা একেবারে ফাঁকা
রাজধানীর ঢাকা কলেজ ও টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনার পর রাস্তায় বিশৃঙ্খলা হওয়ায় মিরপুর সড়কে যানচলাচল বন্ধ রয়েছে।
জানা যায়, বুধবার (৩০ মার্চ) রাত পৌনে নয়টার দিকে শুরু হয়ে এখনও সংঘর্ষ চলছে। ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। এতে অন্তত ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।জসিম, শিহাব, মামুন ও খোকন নামের ঢাকা কলেজের শিক্ষার্থী আহত হয়েছেন। টিচার্স ট্রেনিং কলেজের হতাহতের খবর জানা যায়নি।
শিক্ষার্থীরা বলছেন, চায়ের দোকানে বসা নিয়ে দ্বন্দ্বের সূত্রপাত। এরপর ঢাকা কলেজের শিহাব নামে এক শিক্ষার্থীকে আটকে রাখার পর সংঘর্ষের শুরু হয়। ঘটনায় ৫০টিওর বেশি ককটেল বিস্ফোরণ হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিউ মার্কেট জোনের সহকারি কমিশনার শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। পুলিশ মোতায়েন করা হয়েছে।
মন্তব্য করুন: