• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

একটানা ৩৫ দিন ছুটিতে যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ১২:৪২, ১৬ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
একটানা ৩৫ দিন ছুটিতে যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়

বরিশাল বিশ্ববিদ্যালয়

এবার একটানা ৩৫ দিন ছুটির ঘোষণা দিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গ্রীষ্মকালীন, মহান মে দিবস, শব-ই কদর, জুমাতুল বিদা ও ঈদুল ফিতর উপলক্ষে এ ছুটির ঘোষণা করেন। গত ১০ এপ্রিল ডেপুটি রেজিস্ট্রার মো. বাহাউদ্দিন গোলাপ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত হওয়া যায়। 

নোটিশে বলা হয়, আগামী ১৯ এপ্রিল মঙ্গলবার থেকে ২৩ মে সোমবার পর্যন্ত একটানা ৩৫ দিন বিশ্ববিদ্যালয় ছুটি থাকবে। তবে, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকাকালীন সময়ে সিকিউরিটিসহ অন্যান্য জরুরি সেবাসমূহ বলবৎ থাকবে। লম্বা ছুটির ব্যাপারে শিক্ষার্থীদের মধ্যে সমালোচনা করছেন অনেকে। অনেকে আবার পক্ষ-বিপক্ষে অবস্থান করছেন।

অনেক শিক্ষার্থীরা ‘লিংকার্স ইন বরিশাল বিশ্ববিদ্যালয়’ গ্রুপে পোস্ট দিয়ে জানিয়েছেন, একটানা ৩৫ দিন বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া যৌক্তিকতা দেখিনা। যেখানে অন্যান্য বিশ্ববিদ্যালয় সেশনজট কমানোর জন্যে ১৫ থেকে ২৩ দিনের মতো বন্ধ দিচ্ছে সেখানে আমাদের এতো বন্ধ কেনো? করোনায় এমনিতে অনেক পিছিয়ে পড়েছি তার মধ্যে ৩৫ দিন লম্বা ছুটি যেটা শিক্ষার্থীবান্ধব নয়।

অনেকে লম্বা ছুটির পক্ষ নিয়ে শিক্ষার্থীরা জানান, যেহেতু করোনার পরেই ধারাবাহিক পরীক্ষাগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়েছে। সেক্ষেত্রে একটু লম্বা ছুটির প্রয়োজনও আছে। আশাকরি বিশ্ববিদ্যালয় প্রশাসন বন্ধের পরেই আরো বেশি গতিশীলতা রেখে ক্লাস পরীক্ষাগুলো নিয়ে সেশনজট কমাবেন।

বিভি/জেএ/এইচএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2