• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বশেমুরবিপ্রবি প্রেসক্লাবের সভাপতি আলিফ, সম্পাদক মাহমুদ নির্বাচিত

বশেমুরবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১৬:০৭, ১৯ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
বশেমুরবিপ্রবি প্রেসক্লাবের সভাপতি আলিফ, সম্পাদক মাহমুদ নির্বাচিত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব (বশেমুরবিপ্রবি প্রেসক্লাব) এর ২০২২ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের ফলাফলের ভিত্তিতে ঘোষণা করা হয়েছে ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি। নতুন এ কমিটিতে দৈনিক ভোরের ডাকের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি কে. এম. ইয়ামিনুল হাসান আলিফ সভাপতি এবং দৈনিক বাংলাদেশের খববের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আর এস মাহমুদ হাসান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। 

মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুর ১টায় আগামী এক বছরের জন্য এই কমিটি ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও পরিসংখ্যান বিভাগের সভাপতি ড. মো. কামাল হোসেন, নির্বাচন কমিশনার ও জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক মোঃ মাহবুবুল আলম এবং নির্বাচন কমিশনার ও বশেমুরবিপ্রবি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা তারিক হাসান লিটু।

বশেমুরবিপ্রবি প্রেসক্লাবের সদস্যরা সকাল ১০ থেকে সাড়ে ১১ পর্যন্ত নির্বাচনে ভোট প্রদান করেন। নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নেতারা ও অন্যান্য সংগঠন পর্যবেক্ষণ করে।

নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি সুমাইয়া নাজনীন (দৈনিক একুশের সকাল), যুগ্ম সাধারণ সম্পাদক পদে মাহবুবুল ইসলাম মানিক (দৈনিক সময়ের আলো) ও মেহেদী হাসান সাকিব (তৃতীয় মাত্রা), সাংগঠনিক সম্পাদক সমীরণ সাহা (দৈনিক দেশের কন্ঠ) , প্রচার সম্পাদক সজিবুর রহমান (দৈনিক নয়া দিগন্ত), কোষাধ্যক্ষ জয়নাল আবেদীন জিহান (দৈনিক বাংলাদেশ বুলেটিন) ও দপ্তর সম্পাদক মোঃ ফজলে রাব্বি (দৈনিক একুশের বাণী)।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন জান্নাতুন ফেরদৌস দিবা ও শারমিন আকতার। 

বিভি/এসআর/এইচএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2