শিক্ষার্থীদের রক্তে ভিজে গেছে ঢাকা কলেজের টিচার্স লাউঞ্জ

ঢাকা কলেজের আহত শিক্ষার্থীদের রক্তে ভিজে গেছে ঢাকা কলেজের টিচার্স লাউঞ্জ। কেনাকাটাকে কেন্দ্র করে গতকাল সোমবার রাত বারোটা থেকে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সাথে নিউমার্কেটের ব্যবসায়ীদের সংঘর্ষ চলছে। দফায় দফায় সংঘর্ষে ঢাকা কলেজের বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।
সংঘর্ষে আহত শিক্ষার্থীদের টিচার্স লাউঞ্জে প্রাথমিক সেবা দেওয়ার চেষ্টা করেছেন কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।
গতকাল সংঘর্ষের জেরে আজ সকালে মিরপুর সড়ক অবরোধ করে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এরপর সকাল সাড়ে দশটার থেকে ব্যবসায়ীদের সঙ্গে আবারও সংঘর্ষ শুরু হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ এখনো কাঁদানে গ্যাস নিক্ষেপ করছে। পুরো এলাকায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে।
এদিকে সংঘর্ষের জেরে ঢাকা কলেজের হল আগামী ৫ মে পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে শিক্ষার্থীরা হল বন্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তারা ভারপ্রাপ্ত অধ্যক্ষকে অবরুদ্ধ করে স্লোগান দিচ্ছেন।
আরও পড়ুন:
বিভি/এজেড
মন্তব্য করুন: