• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

এডিসি হারুনের প্রত্যাহার চান ঢাকা কলেজের শিক্ষার্থীরা

প্রকাশিত: ২১:০২, ১৯ এপ্রিল ২০২২

আপডেট: ০০:২৯, ২০ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
এডিসি হারুনের প্রত্যাহার চান ঢাকা কলেজের শিক্ষার্থীরা

রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী-শিক্ষার্থী সংঘর্ষের সময় ছাত্রদের লক্ষ্য করে পুলিশ রাবার বুলেট ছোড়ে। আর শিক্ষার্থীদের লক্ষ্য করে রাবার বুলেট ছোড়ার নির্দেশদাতা উল্লেখ করে, পুলিশের রমনা জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হারুন অর রশিদের প্রত্যাহার দাবি করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকেলে সাত কলেজের শিক্ষার্থীদের আহ্বায়ক ইসমাইল সম্রাট গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সোমবার রাতে সংঘর্ষের সূত্রপাত হয়ে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত চলে।

ইসমাইল সম্রাট বলেন, এডিসি হারুন গুলি, রাবার বুলেট ও টিয়ার শেল ছোড়ার নির্দেশ দিয়েছেন। তাকে দ্রুত প্রত্যাহার করে নিতে হবে। না হলে শিক্ষার্থীরা সড়ক ছাড়বে না।আগামীকাল সকাল ১১টায় মানববন্ধন অনুষ্ঠিত হবে। সেখানে সাত কলেজের শিক্ষার্থীরাও অংশ নেবে। শিক্ষার্থীরা হল ছাড়বে না, ক্যাম্পাসও ছাড়বে না।

এদিকে, শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ীদের সংঘর্ষের পরিস্থিতিতে ৫ মে পর্যন্ত ঢাকা কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। বিকেলের মধ্য শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে অবরুদ্ধ করে রেখেছেন শিক্ষার্থীরা।

নিউমার্কেটে ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের সময় পুলিশের অবস্থান।

এর আগে, সোমবার (১৮ এপ্রিল) দিবাগত রাতে ঢাকা কলেজ শিক্ষার্থী ও ব্যবসায়ীদের সংঘর্ষের জেরে মঙ্গলবার (১৯ এপ্রিল) সকাল থেকে নিউমার্কেট এলাকা অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। এতে নিউমার্কেটের সকল দোকানপাট বন্ধের সঙ্গে সড়কের উভয়পাশে যানবাহন চলাচলও বন্ধ হয়ে যায়।

সোমবার রাত ১২টার দিকে এই সংঘর্ষ শুরু হয়। উত্তেজনা চলে রাত ৩টা পর্যন্ত। এ ঘটনার জের ধরে নিউমার্কেট খুলতে না দেওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা।

মঙ্গলবার সকাল থেকে শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে দফায় দফায় চলে ধাওয়া-পাল্টা ধাওয়া। এতে একটি অ্যাম্বুলেন্স ভাঙচুর করা হয়। এই সংঘাতে এখন পর্যন্ত শতাধিক আহত হয়েছেন বলে জানা গেছে। আহত হয়েছেন অন্তত ১০ সাংবাদিক।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2