প্রাথমিকে থাকছে না শিক্ষা সমাপনী পরীক্ষা: প্রতিমন্ত্রী

নতুন কারিকুলামে আগামীতে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা থাকবে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। বৃহস্পতিবার (২১ এপ্রিল) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি। এসময় তিনি বলেন, চলতি বছর সমাপনী পরীক্ষা হবে কি না তা পরে জানানো হবে।
প্রতিমন্ত্রী জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা তিন ধাপে ২২ এপ্রিল, ২০ মে এবং ৩ জুন অনুষ্ঠিত হবে। শিক্ষক সংকট মেটাতে ৪৫ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে। তিন পার্বত্য জেলা বাদে দেশের ৬১ জেলা পর্যায়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে যার পরীক্ষার্থী সংখ্যা ১৩ লাখ ৯ হাজার ৪৬১ জন।
বিভি/ এসআই
মন্তব্য করুন: