• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

যুক্তরাষ্ট্রের ছয়টি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেলেন ববি’র আল আমিন

ববি প্রতিনিধি

প্রকাশিত: ২১:৪৮, ২১ এপ্রিল ২০২২

আপডেট: ২১:৫২, ২১ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
যুক্তরাষ্ট্রের ছয়টি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেলেন ববি’র আল আমিন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আল আমিন

যুক্তরাষ্ট্রের ছয়টি বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স প্রোগ্রামে পড়ার সুযোগ পেয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আল আমিন। তবে তিনি সিদ্ধান্ত নিয়েছেন যুক্তরাষ্ট্রের ছয়টির মধ্যে ওহিও ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষা (মাস্টার্স প্রোগ্রাম) করবেন।

ই-মেইল থেকে বার্তা পেলে আল আমিন বুধবার মুঠোফোনে (২০ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন আল আমিন। তিনি  বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) অর্থনীতি বিভাগের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। ভোলার চরফ্যাশন উপজেলার মোঃ রুহুল আমিনের ছেলে। পাঁচ ভাই-বোনের মধ্যে তিনিই বড়।

জানা যায়, তিনি মোট ছয়টি বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা গ্রহণের  আমন্ত্রণ পেয়েছেন। বিশ্ববিদ্যালয়গুলো হলো ওহিও ইউনিভার্সিটি, ওয়েস্টার্ন ইলিনয়েস বিশ্ববিদ্যালয়, কেন্ট স্টেট বিশ্ববিদ্যালয়, বোলিং গ্রিন স্টেট ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ টলেডো ও নর্থ ডাকোটা স্টেট ইউনিভার্সিটি। আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোতে মাস্টার্স বা পিএইচডি ফান্ডিংয়ের জন্য সেন্ট্রালি এবং প্রোফেসর ম্যানেজের মাধ্যমে দুই ভাবে আবেদন করা যায়। অর্থনীতি বিভাগে সেন্ট্রালি আবেদন করতে হয়। তারই পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের ওহিও বিশ্ববিদ্যালয়ে বিনা খরচে উচ্চশিক্ষা গ্রহণের জন্যে আল আমিনকে সুযোগ দেয়। এখানে স্কলারশিপের Teaching Assistantship (TA) মাধ্যমে বিনা খরচে তিনি পড়তে পারবেন।

আরও পড়ুন:

অনুভূতি ব্যক্ত করে আল আমিন জানান, 'আমার বাবা একজন কাঠমিস্ত্রি। তিনি ঢাকাতে বস্তিঘর মেরামত করতেন। সংসারের বড় ছেলে হওয়ার কারণে ৬ষ্ঠ শ্রেনীতে থেকেই সংসারে আর্থিকভাবে সহযোগিতা করতে হয়েছিলো। বাংলাদেশি বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং থেকে শুরু করে আমেরিকার বিশ্ববিদ্যালয় ভর্তির এই দীর্ঘ পথচলায় অগনিত লোকজন মানবতার হাত বাড়িয়ে দিয়েছিলো। যাঁদের ঋণ জীবনেও শোধ করার মতো না। আমেরিকার বিশ্ববিদ্যালয়ে ফুল ফান্ডিংএ চান্স পাওয়াতে তাদের সাথে কথা বলে যে প্রশান্তি পেয়েছি তা কোটি টাকা দিয়েও পাওয়া যাবে না। আমি পরিশ্রম ও অধ্যবসায়ে বিশ্বাসী।’

স্কলারশিপ পেতে অনুজদের প্রতি পরামর্শের প্রশ্নে তিনি  জানান, অনার্সের প্রথম বর্ষ থেকে সিজিপিএ বাড়ানোর পাশাপাশি অন্যান্য স্কিলগুলো উন্নীত করতে হবে। গবেষণা, বিভিন্ন সামাজিক সংগঠন এবং প্রোগ্রামিং ল্যাংগুয়েজ এর উপর কাজ করাটা জরুরি বলেও জানান তিনি।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক নাহিদা সুলতানা বলেন, ইতোমধ্যে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে অনেক শিক্ষার্থী উচ্চশিক্ষা গ্রহণে বিদেশে পাড়ি জমাচ্ছেন। অর্থনীতি বিভাগ থেকেও যুক্তরাষ্ট্রের মতো একটা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছে যা আমাদের বিশাল বড় একটি অর্জন। এই অর্জনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা আরো বেশি অনুপ্রাণিত হবেন বলেও জানান তিনি।

বিভি/জেএ/এইচএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2