এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময়সীমা বাড়লো

ফাইল ছবি
চলতি বছরের এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। রবিবার (৮ মে) রাতে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, ২০২২ এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময়সীমা আজ ৯ মে থেকে বাড়িয়েছে ১৬ মে পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। অনলাইনে ফি জমা দেওয়ার শেষ দিন ১৭ মে।
এবছর এসএসসি পরীক্ষার তত্ত্বীয় অংশ আগামী ১৯ জুন শুরু হয়ে ৬ জুলাই পর্যন্ত চলবে এবং ব্যবহারিক অংশ ১৩ জুলাই শুরু হয়ে ১৯ জুলাই পর্যন্ত চলবে।
বিভি/এইচএস
মন্তব্য করুন: