• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

সাংবাদিককে মারধরঃ রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতাকে হল থেকে সাময়িক বহিষ্কার

মেহেদী হাসান আকাশ, রাজশাহী বিশ্ববিদ্যালয় 

প্রকাশিত: ১৯:০৪, ৩০ মে ২০২২

আপডেট: ১৯:০৪, ৩০ মে ২০২২

ফন্ট সাইজ
সাংবাদিককে মারধরঃ রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতাকে হল থেকে সাময়িক বহিষ্কার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিককে মারধরের ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ নেতা গিয়াস উদ্দিন কাজলকে হল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় হলের আবাসিক শিক্ষকদের নিয়ে তিন সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। 

সোমবার (৩০ মে) বিকালে বিশ্ববিদ্যালয়ের মাদার বখশ হলের প্রাধ্যক্ষ ড. মো. শামীম হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রবিবার (২৯ মে) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের মাদার বখ্শ হলের টিভি রুমে অনাকাঙ্খিত একটি ঘটনা ঘটে। ঘটনার পরিপ্রেক্ষিতে হলের আবাসিক ছাত্র গিয়াস উদ্দিন কাজলকে হল থেকে সাময়িক বহিষ্কার করা হলো এবং হলের আবাসিক শিক্ষকদের মধ্য থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির আহ্বায়ক ড. মো. আমিরুল ইসলাম এবং সদস্য ড. মো. মেজবাউস সালেহীন ও ড. আলী আহম্মদ সৈয়দ মোস্তফা জাহিদ। এছাড়াও তদন্ত কমিটিকে শীঘ্রই ঘটনার তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। 

প্রসঙ্গত, গতকাল রোববার রাত ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের মাদার বখশ হলের টিভি রুমে সিগারেট খেতে নিষেধ করায় বিডি মর্নিংয়ের রাবি প্রতিনিধি শাহাবুদ্দিন ইসলামকে মারধর করে ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ ঘটনার প্রতিবাদে ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন৷ পরে তাদের দেওয়া তিন দফা দাবি মানার আশ্বাস দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিভি/রিসি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2