• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

জনশুমারির ফলে শিক্ষিত ও অশিক্ষিতের হার জানা যাবে: শিক্ষামন্ত্রী

প্রকাশিত: ১২:৫৬, ১৫ জুন ২০২২

ফন্ট সাইজ
জনশুমারির ফলে শিক্ষিত ও অশিক্ষিতের হার জানা যাবে: শিক্ষামন্ত্রী

জনশুমারির ফলে শিক্ষিত ও অশিক্ষিতের হার জানা যাবে বলে জানালেন শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি। বুধবার (১৫ জুন) সকালে চাঁদপুর শহরে নিজ বাসভবনে নিজের নাম পরিচয় এবং ঠিকানা জনশুমারিতে লিপিবদ্ধ করা এবং জেলায় এই কার্যক্রমের উদ্বোধন করতে গিয়ে শিক্ষামন্ত্রী একথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, দেশের কতো সংখ্যক মানুষ নিরক্ষর এবং শিক্ষিত তা এই জনশুমারির মধ্য দিয়ে নিশ্চিত হওয়া যাবে। শুধু তাই নয়, ডিজিটাল পদ্ধতির এই শুমারির ফলে গবেষণার কাজেও প্রয়োগ করা হবে। এছাড়া শিক্ষাক্ষেত্রে নানা পরিকল্পনায় সহায়ক ভূমিকা পালন করবে। 

অনুষ্ঠানে জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এদিকে, ডিজিটাল পদ্ধতির মাধ্যমে নিখুঁতভাবে এই প্রথম দেশে জনশুমারি শুরু হয়েছে। সারাদেশের মতো চাঁদপুরেও শুরু হওয়া সপ্তাহব্যাপী এই জনশুমারিতে প্রায় ৭ হাজার কর্মী কাজ করছেন বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা।

অন্যদিকে, জনশুমারিকে সফল করতে সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ণাঢ্য একটি শোভাযাত্রা বের হয়। পরে এটি সদর উপজেলা পরিষদ কার্যালয়ে গিয়ে শেষ হয়। এতে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সরকারি-বেসরকারি কর্মকর্তারা অংশ নেন।  

বিভি/এএন

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2