বুয়েটে চান্স পেয়েছেন সেই আবরার ফাহাদের ছোটভাই

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) হলে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হওয়া আবরার ফাহাদের ছোটভাই আবরার ফাইয়াজও চান্স পেয়েছেন বুয়েটে। ভাই হারানো ক্যাম্পাসে ভর্তির সুযোগ এখন তার সামনেও।
বৃহস্পতিবার (৩০ জুন) বুয়েটের ২০২১-২২ ব্যাচের স্নাতক ভর্তির রেজাল্ট প্রকাশিত হয়েছে। প্রকাশিত রেজাল্টে আবরার ফাইয়াজ ৪৫০ তম হয়ে যন্ত্রকৌশল বিভাগে চান্স পেয়েছেন।
আবরার ফাইয়াজ ও তার পরিবার রেজাল্ট নিয়ে খুবই খুশি। আবরার ফাইয়াজ বলেন, ‘ইচ্ছা আছে ভর্তি হওয়ার। তারপরও পরিবারের সাথে কথা বলে সিদ্ধান্ত নিবো’
আবরার ফাহাদের মা এখনো বুঝে উঠতে পারছেন না কি সিদ্ধান্ত নিবেন। আবরার ফাহাদের স্মৃতি মনে পড়ে হয়তো কেঁপে উঠছে মায়ের বুক।
আরও পড়ুন:
বিভি/এজেড
মন্তব্য করুন: