• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

নিজের বাল্যবিয়ে বন্ধ করলে বিনা বেতনে পড়ালেখার সুযোগ

প্রকাশিত: ২০:৫৭, ২ জুলাই ২০২২

ফন্ট সাইজ
নিজের বাল্যবিয়ে বন্ধ করলে বিনা বেতনে পড়ালেখার সুযোগ

বাল্যবিয়ে বন্ধ করার জন্য অভিনব এক উপায় অবলম্বন করেছে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ফলদা এসএন বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ। কোনো ছাত্রী তার নিজের বাল্যবিয়ে বন্ধ করতে পারলেই বিদ্যালয়ে তাকে আর মাসিক বেতন দিতে হবে না। এছাড়া কোনো শিক্ষার্থী বাল্যবিয়ের খবর দিলে তারও তিন মাসের বেতন মওকুফের ঘোষণা দিয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানটি।

আসন্ন ঈদকে কেন্দ্র করে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান শনিবার (২ জুলাই) থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে। বিদ্যালয় বন্ধ থাকার সুযোগে বাল্যবিয়ের শিকার হয় শিক্ষার্থীরা। এ সময় তাদের ঝরে পড়ার হারও বেড়ে যায়। বাল্যবিয়ের শিকার ও ঝরে পড়া রোধে ব্যতিক্রমী এই উদ্যোগ নিয়েছেন উপজেলার ফলদার এসএন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার দত্ত। 

বিদ্যালয়টির শিক্ষার্থীরা বলে, ‘করোনাকালে তাদের অনেক সহপাঠী বাল্যবিয়ের শিকার হয়েছে। এদের মধ্যে অনেকেই লেখাপড়া বাদ দিয়েছে। নিজের বাল্যবিয়ে বন্ধ এবং আমাদের কোনো সহপাঠী যদি বাল্যবিয়ের শিকার হয় তাহলে শিক্ষকদের (স্যার) জানাবো। এতে করে বিদ্যালয়ে পড়ালেখা করতে মাসিক বেতন যেমন দিতে হবে না, অন্যদিকে আমাদের কোনো সহপাঠী বাল্যবিয়ের শিকার হবে না।’

এ ঘোষণা দেওয়া ব্যক্তি ফলদা এসএন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার দত্ত বলেন, ‘গ্রামাঞ্চলের মেয়েরা বাল্যবিয়ের শিকার হয় বেশি। বাল্যবিয়ে রোধে বিদ্যালয়ে একটি প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা ফলদার বিভিন্ন গ্রামে শিক্ষার্থীদের মাধ্যমে বাল্যবিয়ে রোধে কাজ করে। আমরা ছাত্রীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখি। এছাড়া তাদের বাড়িতে গিয়ে তাদের খোঁজখবর নিই, যাতে তারা বাল্যবিয়ের শিকার হয়ে ঝরে না পড়ে। অভিভাবকরা যাতে তাদের সন্তানদের বাল্য বিয়ে না দেয়, সেটার কুফল ও আইন সম্পর্কে জানাই। বিদ্যালয়ে একটি টিমের মাধ্যমে আমরা এই কাজগুলো করি।’

বিভি/এনএ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2