• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বেরোবি’র শিক্ষক সমিতির সভাপতি শরিফুল, সম্পাদক আসাদ মন্ডল

বেরোবি প্রতিনিধি

প্রকাশিত: ২১:১৫, ১৮ জানুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
বেরোবি’র শিক্ষক সমিতির সভাপতি শরিফুল, সম্পাদক আসাদ মন্ডল

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ২০২৩ কার্যনির্বাহী কমিটির শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন (বিনা প্রতিদ্বন্দ্বীতায়) সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শরিফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন লোকপ্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক আসাদুজ্জামান মন্ডল আসাদ।

বুধবার (১৮ জানুয়ারি) রাত সাড়ে আটটায় ভোট গণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার একাউন্টিং এ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক উমর ফারুক। 

এছাড়াও সহ-সভাপতি পদে বিজয়ী হয়েছেন (বিনা প্রতিদ্বন্দ্বীতায়) দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু রেজা মোঃ তৌফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে কাউন্টিং এ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক আশানুজ্জামান, যুগ্ম সম্পাদক পদে (বিনা প্রতিদ্বন্দ্বীতায়) রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল লতিফ।

সদস্য পদে নির্বাচিত হয়েছেন কলা অনুষদের ডিন ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ, পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. হারুন-আল-রশীদ, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ আনোয়ারুল আজিম, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের সহযোগী অধ্যাপক ড. আপেল মাহমুদ, মার্কেটিং বিভাগের প্রভাষক রাকিবুল হাফিজ খান রাকিব, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. বিজন মোহন চাকি, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং সহকারী অধ্যাপক মুহাম্মদ শামসুজ্জামান, পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ কামরুজ্জামান, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমান।

বুধবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার দ্বিতীয় তলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১৬৪ জন শিক্ষক ভোট প্রদান করে। এছাড়া ৪টি ভোট বাতিল হিসেবে গণ্য হয়েছে।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাচন কমিশনার একাউন্টিং এ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক উমর ফারুক এবং সহকারী নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জাকিউর রহমান, ফাইন্যান্স এ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক সাখাওয়াত হোসেন।

বিভি/আরএইচ/এইচএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2