ইসলামে নারী শিক্ষার বিষয়ে ইবিতে সেমিনার অনুষ্ঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘ইসলামে নারী শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা; পরিপ্রেক্ষিত বাংলাদেশ’ বিষয়ক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ জানুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব অনুষদের সভা কক্ষে আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ এর আয়োজন করে।
সেমিনারে আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. সৈয়দ মাকসুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. হাফেজ আবু নোমান মো. এরশাদ উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে অধ্যাপক ড. আ.খ.ম ওয়ালী উল্লাহ, অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন, অধ্যাপক ড. মুহাম্মদ অলিউল্লা উপস্থিত ছিলেন।
এসময় বিভাগের অধ্যাপক ড. আ.খ.ম ওয়ালী উল্লাহ এর তত্ত্বাবধানে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন শামীমা নাসরিন আফজা। গবেষণাপত্রে তিনি ইসলামের স্বর্ণযুগে নারীশিক্ষার উপমাসহ ইসলামী শরীয়া অনুযায়ী এর প্রয়োজনীয়তা নিয়ে আলোকপাত করেন।
সভপতির বক্তব্যে অধ্যাপক ড. সৈয়দ মাকসুদুর রহমান বলেন, ‘একটি জাতিকে উন্নত করতে গেলে নারী শিক্ষার বিকল্প কোন চিন্তার সুযোগ নেই।’
বিভি/এজেড
মন্তব্য করুন: